Adult Video: ডিজিটাল বোর্ডে চলছে উদ্দাম যৌনতার ভিডিয়ো, রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে দেখল লোকজন!
Connaught Place: এনডিএমসি-র তরফে জানানো হয়েছে, সম্ভবত ওই বিলবোর্ডের স্ক্রিনটি কোনওভাবে হ্যাক করা হয়েছিল। ওই বিলবোর্ডে দুটি অংশ রয়েছে, একটিতে ডিজিটাল বিজ্ঞাপন চলে, অপরটি ইন্টারঅ্যাকটিভ টাচস্ক্রিন। দুটি প্যানেলই সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস প্রোকেটশনও থাকে।
নয়া দিল্লি: কেউ ফুটপাথে দাঁড়িয়ে, কেউ আবার চলন্ত গাড়ি থেকে মুখ বের করে দেখছেন। সকলেরই নজর বিলবোর্ডে। সেখানে চলছে উদ্দাম যৌনতার ভিডিয়ো। প্রকাশ্য রাস্তাতেই দাঁড়িয়ে লোকজন দেখলেন সেই পর্ন ভিডিয়ো। রাজধানী দিল্লির অন্যতম জনপ্রিয় এলাকা কনৌট প্লেসে একটি ডিজিটাল বিলবোর্ড বা বিজ্ঞাপন বোর্ডেই পর্ন ভিডিয়ো চলছিল।
জানা গিয়েছে, শনিবার রাতে কনৌট প্লেসের এইচ ব্লকের একটি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডেই কয়েক সেকেন্ডের জন্য পর্ন ভিডিয়ো চলতে থাকে। লোকজনের নজরে আসতেই পুলিশকে জানানো হয়। এরপর নয়া দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা কোনওমতে ওই ভিডিয়ো সম্প্রচার বন্ধ করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। যে বা যারা বিলবোর্ডে পর্ন ভিডিয়ো চালিয়েছিলেন, তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
A case under sections of the IT Act registered after a person gave video and compliant to police that a porn clip was played on the advertisement board in Connaught Place last night: Delhi Police
— ANI (@ANI) August 24, 2024
এনডিএমসি-র তরফে জানানো হয়েছে, সম্ভবত ওই বিলবোর্ডের স্ক্রিনটি কোনওভাবে হ্যাক করা হয়েছিল। ওই বিলবোর্ডে দুটি অংশ রয়েছে, একটিতে ডিজিটাল বিজ্ঞাপন চলে, অপরটি ইন্টারঅ্যাকটিভ টাচস্ক্রিন। দুটি প্যানেলই সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস প্রোকেটশনও থাকে।
প্রাথমিকভাবে অনুমান, কনৌট প্লেসে যে ফ্রি ওয়াই-ফাইয়ের সুবিধা দেওয়া হয়, সেখান থেকেই কোনওভাবে হ্যাক করা হয়েছিল বিলবোর্ডের স্ক্রিন।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে গত বছর বিহারের পটনা রেল স্টেশনেও টিভি স্ক্রিনে চলেছিল পর্ন ভিডিয়ো। আরপিএফ কোনওমতে পরিস্থিতির সামাল দেয়। পরে তদন্তে নেমে জানা যায়, কলকাতার একটি সংস্থা স্টেশনে ওই টিভি স্ক্রিনগুলিতে বিজ্ঞাপন দেখানোর দায়িত্বে ছিল। ওই সংস্থারই এক কর্মী পর্ন ভিডিয়ো চালানোয়, তা পটনা স্টেশনে সম্প্রচারিত হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)