Gautam Adani: ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি টাকা অনুদান গৌতম আদানির, কোন ক্ষেত্রে ব্যবহার হবে?
Gautam Adani: গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে, তা নিয়ে নানা কথা উঠে আসছিল। কিন্তু, তিনি যে ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি।

আহমেদাবাদ: আদানি গ্রুপের কর্ণধার তিনি। তাঁর ছেলের বিয়ে কীভাবে হবে, তা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে গতমাসে মহাকুম্ভ মেলায় গিয়ে তিনি বলেছিলেন, তাঁর ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে হবে। সেই কথা রাখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। শুধু তাই নয়, ছেলের বিয়েতে সাধারণ মানুষের কল্যাণে ১০ হাজার কোটি টাকা দান করলেন তিনি।
ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভে ৪৫ দিন মহাপ্রসাদের আয়োজন করেছে আদানি গ্রুপ। এমনকি, মহাকুম্ভে গিয়ে মহাপ্রসাদ বিতরণে হাত লাগাতে দেখা যায় তাঁকে। গৌতম আদানির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আদানি গ্রুপের চেয়ারম্যানের জীবনদর্শন হল, সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা আর সেবাই ঈশ্বর। সেই জীবনদর্শনেই এগিয়ে যান তিনি।
গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে, তা নিয়ে নানা কথা উঠে আসছিল। কিন্তু, তিনি যে ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। বলেন, “আমরা সাধারণ মানুষের মতো। মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ মহাকুম্ভে এসেছে। পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে হবে।”

শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন জিৎ আদানি ও দিবা শাহ
জানা গিয়েছে, এই ১০ হাজার কোটির বেশিরভাগ টাকায় স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। সমাজের সবস্তরের মানুষ এর সুবিধা পাবেন। আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সাধ্যের মধ্যে সেবা পাবেন।
শুক্রবার আহমেদাবাদের বেলভেদেরে ক্লাব জিতের সঙ্গে হিরে ব্যবসায়ী জইমিন শাহর কন্যা দিবার বিয়ে হয়। ঘরোয়া সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে কোনও সিনেমার তারকা, রাজনীতিক কিংবা কূটনীতিকরা উপস্থিত ছিলেন না।
জিৎ আদানি বর্তমানে আদানি এয়ারপোর্টসের ডিরেক্টর। ছেলের বিয়ের ২ দিন আগে ‘মঙ্গল সেবা’-র কথা ঘোষণা করেন গৌতম আদানি। প্রতি বছর সদ্য বিবাহিত ৫০০ বিশেষভাবে সক্ষম মহিলাকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। ২ দিন আগে ২১ জন সদ্য বিবাহিত মহিলার সঙ্গে দেখা করে এই কর্মসূচির সূচনা করেন জিৎ আদানি।





