
পানাজি: ডিসেম্বরের রাতে ভয়াবহ আগুন। গোয়ার নাইটক্লাবে বিংধ্বসী আগুন, ঝলসে মৃত্যু হল ২৫ জনের। আহত আরও অনেকে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, উত্তর গোয়ার আরপোরায় একটি অভিজাত রেস্তোরাঁ কাম ক্লাবে শনিবার মধ্য রাতে আগুন লাগে। বির্চ বাই রোমিও লেন নামক ওই ক্লাবে রাত ১২টা ৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে পুলিশ ও দমকলের কাছে। দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একে একে ক্লাবের ভিতর থেকে অতিথি, রেস্তোরাঁর কর্মীদের ঝলসে যাওয়া দেহ বের করে আনা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
🚨 Tragic Goa Nightclub Blaze: 23 Lives Lost in Gas Blast Inferno 🔥💔
– Fire ripped through Birch by Romeo Lane club in Arpora, North Goa, around 1 AM – sparked by a gas cylinder explosion near the kitchen. 😢
– 23 dead (4 tourists, 19 staff), 50 hurt; club sealed as probe… pic.twitter.com/bQ8RMHXYLK— Voice Of Bharat 🇮🇳🌍 (@Kunal_Mechrules) December 7, 2025
#WATCH | Goa | Aftermath of the fire that broke out at a restaurant in North Goa’s Arpora, claiming the lives of 23 people. pic.twitter.com/v6qleY5WJX
— ANI (@ANI) December 7, 2025
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট ক্লাবের রান্নাঘরে একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। রেস্তোরাঁর কর্মীদেরই বেশি মৃত্যু হয়েছে কারণ তারা কিচেনে আটকে পড়েছিলেন। এছাড়াও কয়েকজন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোয়ার ডিরেক্টর জেনারেল অব পুলিশ।
পিটিআই-র রিপোর্ট অনুযায়ী, রেস্তোরাঁয় অগ্নি সুরক্ষা ব্যবস্থার কোনও নিয়ম মানা হয়নি। এরপরই বিজেপি বিধায়ক গোয়ার সমস্ত ক্লাবে অগ্নিনির্বাপণ ব্যাবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি করেছেন। তিনি বলেছেন, “অগ্নিকাণ্ডের এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। তিন জন মহিলা ও ২০ জনের মৃত্যু হয়েছে। আমাদের গোয়ায় সমস্ত ক্লাবে সুরক্ষা অডিট করা দরকার। পর্যটকরা গোয়াকে সবসময় সুরক্ষিত পর্যটনস্থল হিসাবেই গণ্য করেছে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগের। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে আমাদের। পর্যটক ও কর্মীদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তারা আগুন লাগার পরই বেসমেন্টের দিকে ছুটেছিলেন।”
The fire mishap in Arpora, Goa is deeply saddening. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Goa CM Dr. Pramod Sawant Ji about the situation. The State Government is providing all possible assistance to those…
— Narendra Modi (@narendramodi) December 7, 2025
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে গোয়ার ক্লাবে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, “গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তজির সঙ্গে কথা হয়েছে এই পরিস্থিতি নিয়ে। রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা করছে আহতদের চিকিৎসার জন্য।”