AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Joymalya Bagchi: শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী, সুপ্রিম কোর্টে বাঙালির সংখ্য়া বেড়ে দাঁড়াল কত জানেন?

Justice Joymalya Bagchi: জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এসেই কিন্তু ক্ষান্ত হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচী। কলোজিয়াম সূত্রে খবর, ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনিই।

Justice Joymalya Bagchi: শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী, সুপ্রিম কোর্টে বাঙালির সংখ্য়া বেড়ে দাঁড়াল কত জানেন?
ডান দিকে দাঁড়িয়ে বিচারপতি জয়মাল্য বাগচীImage Credit: PTI
| Updated on: Mar 17, 2025 | 12:40 PM
Share

নয়াদিল্লি: সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য় বাগচি। দেশের প্রধান বিচারপতির তত্ত্বাবধানেই শীর্ষ আদালতের বিচারপতি পদে শপথ নিলেন তিনি। গত ১০ই মার্চ সুপ্রিম কোর্টের কলোজিয়ামের সুপারিশেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি পদের জন্য নাম অনুমোদিত হয় তাঁর।

তারপর আজ সোমবার, যখন বাংলার মেয়ের বিচারের জন্য শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ছিল বঙ্গবাসী। সেই আরজি কর-কাণ্ডের সুপ্রিম শুনানির আগেই বিচারপতি হিসাবে শপথপাঠ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এসেই কিন্তু ক্ষান্ত হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচী। কলোজিয়াম সূত্রে খবর, ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনিই। সুপ্রিম কোর্টে কলোজিয়ামের দাবি, ২০১৩ সালে বিচারপতি আলতামাস কবীরের অবসরগ্রহণের পর কলকাতা হাইকোর্ট থেকে আর কোনও বিচারপতিকে দেশের বিচারবিভাগীয় ব্যবস্থায় এই শীর্ষ পদে বসানো হয়নি। তাই এবার সেই লক্ষ্য সাধনেই কার্যত বিচারপতি বাগচীতে ভরসা কলোজিয়ামের।

এই নিয়ে শীর্ষ আদালতে বাঙালি বিচারপতিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। বিচারপতি জয়মাল্য বাগচী ছাড়াও সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি বলতে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এছাড়াও, জয়মাল্য বাগচীর পর সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্য়া বেড়ে দাঁড়াল ৩৩ জন। এখনও শূন্য পদ রয়েছে একটি।