Manmohan Singh: তৈরি হবে মনমোহন সিং ‘মেমোরিয়াল’, জানিয়ে দিলেন অমিত শাহ

Manmohan Singh: কেন্দ্রের তরফে শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে।

Manmohan Singh: তৈরি হবে মনমোহন সিং 'মেমোরিয়াল',  জানিয়ে দিলেন অমিত শাহ
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 28, 2024 | 9:05 AM

নয়া দিল্লি: মৃত্যুতেও বিতর্ক। অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের মতো একই রীতি মানা হোক মনমোহন সিং-এর ক্ষেত্রেও। এমন আর্জি জানিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। সেই আর্জি মেনে নিল কেন্দ্র।

অটল বিহারী বাজপেয়ী সহ প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে যেখানে তাঁদের শেষকৃত্য হয়েছে, সেখানেই গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। মনমোহনের ক্ষেত্রেও তেমনটাই করার দাবি জানায় কংগ্রেস। শুক্রবার এই নিয়ে তৈরি হয় বিতর্ক। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্মৃতিসৌধ তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকার তার জন্য জায়গা নির্ধারণ করে দেবে।

কেন্দ্রের তরফে শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে।

কংগ্রেসের অনুরোধর পর মন্ত্রিসভার একটি বৈঠক বসে। এরপরই অমিত শাহ মনমোহন সিং-এ পরিবার ও মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দেন সরকারি সৌধ তৈরি করার জন্য জায়গা নির্দিষ্ট করা হবে।

তবে জায়গা খুঁজে পাওয়ার আগেই সম্পন্ন হবে শেষকৃত্য। এরপর একটি ট্রাস্ট গঠন করা হবে সৌধ তৈরির জন্য। উল্লেখ্য, মনমোহন সিং-এর শেষকৃত্য ও মেমোরিয়ার তৈরি জন্য জায়গা না খুঁজে দেওয়াটা অপমানজনক বলে দাবি করে কংগ্রেস। ইতিমধ্যেই শেষকৃত্যের জায়গাও জানিয়ে দেওয়া হয়েছে। নয়া দিল্লির নিগম বোধ ঘাটে হবে শেষকৃত্য।