‘অটল’ মোদী সরকারকে ‘রাজধর্ম’ পালনের দাওয়াই দিলেন সোনিয়া

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে আগে কখনও এতটা 'দাম্ভিক সরকার আসেনি', যারা 'অন্নদাতাদের' কষ্টও চোখে দেখতে পায় না। এই ভাষায় কেন্দ্রকে বিদ্ধ করে অবিলম্বে বিতর্কের কেন্দ্রে থাকা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।

'অটল' মোদী সরকারকে 'রাজধর্ম' পালনের দাওয়াই দিলেন সোনিয়া
'অটল' মোদী সরকারকে 'রাজধর্ম' পালনের দাওয়াই দিলেন সোনিয়া
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 11:08 PM

নয়া দিল্লি: গুজরাট দাঙ্গার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাজধর্ম’ পালনের উপদেশ দিয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ২০ বছর। ৪০ দিনে পা রাখতে চলা কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়েও এবার প্রধানমন্ত্রীকে ‘রাজধর্ম’ পালন করার কথা মনে করালেন সোনিয়া গান্ধী।

কৃষি আইন (Farm Law) নিয়ে আগের সিদ্ধান্তেই অটল থাকায় এবার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে আগে কখনও এতটা ‘দাম্ভিক সরকার আসেনি’, যারা ‘অন্নদাতাদের’ কষ্টও চোখে দেখতে পায় না। এই ভাষায় কেন্দ্রকে বিদ্ধ করে অবিলম্বে বিতর্কের কেন্দ্রে থাকা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।

রবিবার এক বার্তার মাধ্যমে সোনিয়া বলেন, “গণতন্ত্রে যে সরকার ও নেতারা মানুষের আবেগকে প্রাধান্য দেয় না, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। কেন্দ্রীয় সরকারের নীতির সামনে যে কৃষকরা মাথা নত করবেন না, তাও এতদিনে পরিষ্কার হয়ে গিয়েছে” বলে দাবি করেন সোনিয়া। সরকারকে পরামর্শ দেওয়ার সুরে তাঁর মন্তব্য, “এখনও সময় আছে, মোদী সরকারের উচিত ক্ষমতার দম্ভ সরিয়ে অবিলম্বে তিনটি কালো আইন নিঃশর্তে প্রত্যাহার করে নেওয়া এবং এই বিক্ষোভে (Farmer Protest) রাশ টানা। যেখানে কৃষকরা বৃষ্টি এবং ঠান্ডায় মারা যাচ্ছেন। যে কৃষকরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য রাজধর্ম পালন করা উচিত সরকারের।”

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! ছাড়পত্র পেল ‘১০০ শতাংশ নিরাপদ’ জোড়া করোনা প্রতিষেধক

সাধারণ মানুষ এবং কৃষক-শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখাই যে গণতন্ত্রের শর্ত, তা বোধহয় সরকার ভুলে যেতে বসেছে। এত এত কৃষকদের দুর্দশা দেখেও প্রধানমন্ত্রী কীভাবে চুপ রয়েছেন, সেই প্রশ্নও করেন কংগ্রেসের চেয়ারপার্সন। “মোদী সরকার, তাঁর কোনও মন্ত্রী বা হৃদয়হীন প্রধানমন্ত্রী নিজে এই নিয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি। স্বাধীনতার পর থেকে প্রথমবার এমন অহঙ্কারী সরকার ক্ষমতায় এসেছে। যারা অন্নদাতাদের দুঃখ-কষ্ট কিছুই দেখতে পায় না”, বলেন সোনিয়া। তাঁর অভিযোগ, “মনে হচ্ছে গুটিকতক শিল্পপতিদের লাভ পাইয়ে দেওয়াই এই সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে গিয়েছে।”

আরও পড়ুন: ট্রায়ালের আগেই কেন ছাড়পত্র? ভ্যাকসিন নিয়ে প্রশ্ন কংগ্রেসের, পাল্টা জবাব বিজেপির

মোদীকে রাজধর্ম পালনের কথা প্রথমবার অটল বিহারী মনে করিয়েছিলেন ঠিকই। কিন্তু, তারপর থেকে একাধিক সময়ে একাধিক বিরোধী দলের নেতা-নেত্রীরা নানা ইস্যুতে তাঁকে ‘রাজধর্ম’ পালনের কথা মনে করিয়েছেন। এবার ফের একই চেষ্টা করলেন সোনিয়া।