AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতীক্ষার অবসান! ছাড়পত্র পেল ‘১০০ শতাংশ নিরাপদ’ জোড়া করোনা প্রতিষেধক

ভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে ভিজি সোমানি সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, "যদি নিরাপত্তা নিয়ে সামান্য প্রশ্ন থাকত তাহলে অনুমোদন দিতাম না। প্রতিষেধকগুলি ১০০ শতাংশ নিরাপদ।"

প্রতীক্ষার অবসান! ছাড়পত্র পেল '১০০ শতাংশ নিরাপদ' জোড়া করোনা প্রতিষেধক
প্রতীকী চিত্র
| Updated on: Jan 03, 2021 | 2:15 PM
Share

নয়া দিল্লি: বছরের শুরুতেই হাতে এল জোড়া করোনা প্রতিষেধক (Covid Vaccine)। কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুই প্রতিষেধককেই ছাড়পত্র দিলেন দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সরকার নিযুক্ত বিশেষজ্ঞ দল শুক্রবার প্রথম অনুমোদন দিয়েছিল অক্সফোর্ডের কোভিশিল্ডকে। তারপর শনিবার সন্ধেয় অনুমোদন পেয়েছে দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত কোভ্যাকসিনও। বিশেষজ্ঞরা বলেছিলেন বিশেষজ্ঞ দলের অনুমোদনের পর ডিজিসিআইর ছাড়পত্র কার্যত সময়ের অপেক্ষা।

সেকথাই সত্যি হল। দুই করোনা প্রতিষেধককেই আপদকালীন অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ভিজি সোমানি। ভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে ভিজি সোমানি সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, “যদি সুরক্ষা নিয়ে সামান্য প্রশ্ন থাকত তাহলে অনুমোদন দিতাম না। প্রতিষেধকগুলি ১০০ শতাংশ নিরাপদ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন, দেশে খুব সম্প্রতি করোনা প্রতিষেধক আসতে চলেছে। নতুন বছরে প্রতিষেধক পাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ভিজি সোমানিও। সেই মতো দেশে আপদকালীন অনুমোদন পেল জোড়া করোনা প্রতিষেধক। শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশের সর্বত্রই বিনামূল্যে মিলবে করোনা প্রতিষেধক। ইতিমধ্যেই সারা দেশজুড়ে হয়েছে করোনা টিকাকরণের ‘ড্রাই রান।’ হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারির যে কোনও সপ্তাহেই শুরু হবে করোনা টিকাকরণ। প্রথম পর্বে ৩০ কোটি ভারতীয় নাগরিক করোনা প্রতিষেধক পাবেন।

আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। আইসিএমআরের উদ্যোগে তৈরি হয়েছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন। এর আগে জোড়া প্রতিষেধকে অনুমোদন দিয়েছে আমেরিকা ও ব্রিটেনও। আমেরিকায় এফডিএর অনুমোদন পেয়েছে ফাইজ়ার ও মডার্না। ব্রিটেনে অনুমোদন পেয়েছে ফাইজ়ার ও কোভিশিল্ড।

আরও পড়ুন: জিজ্ঞাসা: ভারতে অনুমোদনের দোরগোড়ায় কোভিশিল্ড, জেনে নিন ডোজ়, দাম ও কার্যকারিতা সম্পর্কে