Sitaram Yechury: ভেন্টিলেটরে সীতারাম ইয়েচুরি! শারীরিক অবস্থার আরও অবনতি

Sitaram Yechury shifted to ventilator : বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। দিন কয়েক আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন এই সিপিআইএম নেতা। একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। এরই মধ্যে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল।

Sitaram Yechury: ভেন্টিলেটরে সীতারাম ইয়েচুরি! শারীরিক অবস্থার আরও অবনতি
সীতারাম ইয়েচুরি (ফাইল ছবি)
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 11:08 PM

নয়া দিল্লি: সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। দিন কয়েক আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন এই সিপিআইএম নেতা। একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। এরই মধ্যে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। গত ১৯ অগস্ট এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল ৭২ বছরের ইয়েচুরিকে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছে। সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয়েছিল। সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে