AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যার! হেফাজতে ট্রাক চালক

Daughter of Home Minister Killed: সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার ভোর ৫টার দিকে ইনদওর সংলগ্ন রালামণ্ডল বাইপাসের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় গাড়িতে প্রেরণা-সহ মোট চার জন ছিলেন। প্রত্যেকেই বন্ধু বলে পিটিআই-কে জানিয়েছে পুলিশ। ভোরের দিকে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল তাঁরা। কিন্তু ওই বাইপাসে ওঠার পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

Road Accident: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যার! হেফাজতে ট্রাক চালক
নিহত প্রেরণা বচ্চনImage Credit: X
| Updated on: Jan 09, 2026 | 2:01 PM
Share

ইনদওর: বন্ধুদের সঙ্গে গাড়ি করে ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্য়ু মধ্য প্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং রায়পুরের বর্তমান বিধায়ক বলা বচ্চনের কন্যা প্রেরণা বচ্চনের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আনন্দ কাসলীওয়ালের পুত্র প্রখর এবং মনসিন্ধু নামেও আরও এক যুবকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনুষ্কা নামে এক তরুণী।

সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার ভোর ৫টার দিকে ইনদওর সংলগ্ন রালামণ্ডল বাইপাসের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় গাড়িতে প্রেরণা-সহ মোট চার জন ছিলেন। প্রত্যেকেই বন্ধু বলে পিটিআই-কে জানিয়েছে পুলিশ। ভোরের দিকে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল তাঁরা। কিন্তু ওই বাইপাসে ওঠার পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সরাসরি ধাক্কা মারে। সেই সময় গাড়ির গতিবেগ অত্যাধিক থাকায় একেবারে ট্রাকের নীচে ঢুকে যায় প্রাক্তন মন্ত্রীর কন্য়ার গাড়িটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেরণা বচ্চন, প্রখর কাসলীওয়াল এবং মনসিন্ধুর। অনুষ্কা নামে আরেক তরুণীকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কিন্তু আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ কী? যান্ত্রিক গোলযোগ নাকি অন্য় কোনও কারণ, সবটাই খতিয়ে দেখছে স্থানীয় তেজাজি নগর থানার পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে ট্রাক চালককেও।

এই ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে এসেছিলেন। কিন্তু অতিরিক্ত গতিতে ধাক্কা মারার পর গাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ভিতরে আটকে থাকা চার সওয়ারিকে বার করতে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়িটিকে কেটে উদ্ধার করা হয় আহতদের।