ED summons: বিহারের উত্তাল রাজনীতির মাঝেই ইডি-র তলব এল লালুপ্রসাদের বাড়িতে
Rabri Devi: লালু-জায়া তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে ফের তলব করল ইডি। এবার রাবড়ি দেবীর সঙ্গে তাঁর দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁদের পাটনায় ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করেছিল ইডি।
পটনা: একেই বলে বোধহয় উভয় সংকট! বিহারের মুখ্যমন্ত্রী তথা জেড(ইউ) প্রধান নীতীশ কুমার রীতিমতো পাল্টি খেয়ে ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপি তথা এনডিএ জোটের দিকে পা বাড়িয়েছেন। লালুপ্রসাদের দল, আরজেডি-র বিধায়কদের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী পদেও নীতীশ ইস্তফা দিতে চলেছেন বলে সূত্রের খবর। ঠিক এই সময়ে লালু-জায়া তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে ফের তলব করল ইডি। এবার রাবড়ি দেবীর সঙ্গে তাঁর দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
ইডি সূত্রে খবর, জমির বদলে চাকরি দেওয়ার পুরানো দুর্নীতি মামলাতেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়েকে তলব করেছে ইডি। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁদের পাটনায় ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করেছিল ইডি।
প্রসঙ্গত, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ সাল থেকে ২০০৯ সালের মধ্য়ে লালু প্রসাদ যাদব তাঁর ঘনিষ্ঠদের বেআইনিভাবে রেলে চাকরি দিয়েছেন, জমির বদলে অনেককে চাকরি দিয়েছেন এবং রেলের সম্পত্তি আত্মীয়দের নামে করে দিয়েছেন বলে অভিযোগ। এই মামলায় লালু প্রসাদ ও তাঁর পরিবার সহ আরও ১৪ জনের নাম জড়িয়েছে। যদিও লালু প্রসাদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি।