Russia-Ukraine Conflict : ‘আতঙ্ক’ কাটিয়ে মুখে ‘হাসি’, ভারতে ফিরছেন ২১৯ জন পড়ুয়া
Russia-Ukraine Conflict : রোমানিয়া থেকে উড়ল ভারতের উদ্দেশে প্রথম বিমান। দেশে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয় পড়ুয়া।

- ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে রোমানিয়া থেকে উড়ল প্রথম ভারতীয় বিমান। মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে এই বিমান। (ছবি সৌজন্যে : এস জয়শঙ্কর টুইটার)
- রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইউক্রেন এয়্যারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অন্য রুটে ফিরিয়ে আনার জন্য বুখারেস্টে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। (ছবি সৌজন্যে : এস জয়শঙ্কর টুইটার)
- রাশিয়ায় বুখারেস্ট বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষারত ভারতীয় পড়ুয়ারা। (ছবি সৌজন্যে : এএনআই টুইটার)
- অবশেষে দেশে ফিরতে পারার আলো উঁকি দেওয়া মুখে হাসি ফুটেছে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের। (ছবি সৌজন্যে : এএনআই টুইটার)
- ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৯ টায় এসে পৌঁছবে। তাঁদের স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গয়াল। (ছবি সৌজন্যে : এস জয়শঙ্কর টুইটার)
- ২১৯ জন পড়ুয়াকে নিয়ে এই বিমান আজ ফিরছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে আমরা উন্নতি করছি।” (ছবি সৌজন্যে : এস জয়শঙ্কর টুইটার)
- মুম্বই বিমানবন্দরে আজ ইউক্রেন থেকে শহরে আসা ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ করিডর ব্লক করা হয়েছে। (ছবি সৌজন্যে : এএনআই টুইটার)







