Ghulam Nabi Azad: কবে আত্মপ্রকাশ করবে গুলাম নবি আজাদের দল, দিনক্ষণ জানালেন ঘনিষ্ঠ সহযোগী
Jammu and Kashmir: কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী সারুরি সহ বেশ কিছু পরিচিত কংগ্রেস নেতা আজাদের সমর্থনে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেই ইস্তফা দিয়েছেন।

নয়া দিল্লি: শুক্রবার কংগ্রেসের (Congress) যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দল থেকে ইস্তফা নিয়ে নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার আজাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী জিএম সারুরি জানিয়েছেন, ১৪ দিনের মধ্যে আত্মপ্রকাশ করবে গুলাম নবি আজাদের নতুন দল এবং জম্ম-কাশ্মীরে দলে প্রথম শাখা খোলা হবে। সারুরি জানিয়েছে, ৫ অগস্ট ২০১৯ সালের আগে কাশ্মীরে ৩৭০ ধারা বজায় থাকাকালীন যে পরিবেশ ছিল তা ফিরিয়ে আনাই দলে ইস্তেহারে থাকবে।
কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী সারুরি সহ বেশ কিছু পরিচিত কংগ্রেস নেতা আজাদের সমর্থনে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেই ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আদর্শগতভাবে গুলাম নবি আজাদ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেই কারণে বিজেপির হয়ে কাজ করার প্রশ্নই নেই। উল্লেখ্য, ৫০ বছরের সম্পর্ক ত্যাগ করে কংগ্রেস থেকে আজাদের ইস্তফার পর কাশ্মীরের বিভিন্ন কংগ্রেস নেতা, পঞ্চায়েত সদস্য এবং অসংখ্য কর্মী সমর্থক দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জম্মু-কাশ্মীর কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি সারুরি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “৪ সেপ্টেম্বর আজাদ কাশ্মীরে আসছেন। সেখানে তিনি তাঁর সমর্থক ও শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনার করার পর নতুন দল নিয়ে সিদ্ধান্ত নেবেন।”
শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পরই নতুন দল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন গুলাম নবি আজাদ এবং তিনি জানিয়েছিলেন, কাশ্মীরে দলের প্রথম শাখা তৈরি করা হবে। শুক্রবার রাতে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “জাতীয় দল তৈরি করা নিয়ে আমার কোনও তাড়াহুড়ো নেই, তবে মনে রাখতে হবে, সামনে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। সেই কারণে আমি সেখানে দ্রুত দলের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে শনিবারই কাশ্মীরের প্রাক্তন যুব কংগ্রেস প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক আমিন ভাট জানিয়েছেন, গুলাম নবি আজাদই জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। শনিবার আজাদের সঙ্গে সাক্ষাতের ভাট বলেন, “আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আমরা বিজেপির বি টিম নই।” উল্লেখ্য, দল ছাড়ার কথা ঘোষণা করে আজাদ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে জানিয়েছেন, যে দলে প্রবীণ নেতাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এমনতী রাহুল গান্ধীকে ‘অপরিপক্ক’ বলেও আক্রমণ করেছেন গুলাম নবি।
