AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistani Spy: ভারতে বসেই তথ্য পাচার! গুজরাট থেকে গ্রেফতার ‘পাকিস্তানি চর’

গুজরাট এটিএস সূত্রে জানা গিয়েছে, ওই পাকিস্তানি চরের নাম লাভ শঙ্কর। তিনি আদতে পাকিস্তানে। সে দেশেই জন্ম তাঁর। ১৯৯৯ সালে তিনি ভারতে এসেছিলেন। তার পর থেকে গুজরাটের বিভিন্ন প্রান্তে থেকেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে আনন্দেই থাকছিলেন তিনি।

Pakistani Spy: ভারতে বসেই তথ্য পাচার! গুজরাট থেকে গ্রেফতার 'পাকিস্তানি চর'
গুজরাট এটিএসImage Credit: facebook
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 2:54 PM
Share

আনন্দ: গুজরাটের আনন্দ থেকে পাকিস্তানি চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাট এটিএস। ওই ব্যক্তি পাকিস্তানি হলেও দীর্ঘদিন ধরেই থাকছিলেন গুজরাটে। সেখান থেকেই ভারত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানে সরবরাহ করতেন বলে অভিযোগ। গুজরাট এটিএস জানিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই ব্যক্তির উপর নজর রাখছিল। অবশেষে আনন্দ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গুজরাট এটিএস সূত্রে জানা গিয়েছে, ওই পাকিস্তানি চরের নাম লাভ শঙ্কর। তিনি আদতে পাকিস্তানে। সে দেশেই জন্ম তাঁর। ১৯৯৯ সালে তিনি ভারতে এসেছিলেন। তার পর থেকে গুজরাটের বিভিন্ন প্রান্তে থেকেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে আনন্দেই থাকছিলেন তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি ভারতের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানে পাঠাতেন বলে অভিযোগ।

দীর্ঘ দিন ধরেই তার উপর সন্দেহ ছিল বলে জানিয়েছে গুজরাট এটিএস। সন্দেহ হওয়ার পর থেকেই লাভ শঙ্করের উপর নজরদারি শুরু হয়েছিল। লাভ শঙ্করের বিরুদ্ধে একাধিক ডিজিটাল নথি রয়েছে, যার মাধ্যমে চরবৃত্তির বিষয়ে নিশ্চিত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গুজরাট এটিএস। সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত কী কী তথ্য পাকিস্তানে পাচার করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করছেন এটিএস-এর তদন্তকারীরা। পাকিস্তানে কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, ভারতে আর কোন কোন ব্যক্তি তার সঙ্গে জড়িত কিনা এ সবই জানার চেষ্টা করছে গুজরাট এটিএস।