জল গায়ে পড়তেই বেরয় দুধ! দৃষ্টিহীন ফিরে পায় দৃষ্টি! আশ্রমে চলে এমনই ‘খেল’

Bhole Baba Ashram: ভোলেবাবার গ্রাম উত্তর প্রদেশের কাসগঞ্জের বাহাদুর নগরে। সেখানে নাকি রয়েছে এক ডজন অলৌকিক হ্যান্ড পাম্প! ভোলেবাবার মতো তাঁর আশ্রমের হল্যান্ড পাম্পেরও বিশেষ ক্ষমতা রয়েছে।

জল গায়ে পড়তেই বেরয় দুধ! দৃষ্টিহীন ফিরে পায় দৃষ্টি! আশ্রমে চলে এমনই 'খেল'
ভোলে বাবার আশ্রম ও ম্যাজিক কল।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 1:23 PM

হাথরস: ভোলেবাবার সৎসঙ্গে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। হাথরসের এই ঘটনার পরই শিরোনামে উঠে এসেছে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সূরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি। তাঁর পায়ের ধুলো কুড়োতে গিয়েই নাকি হুড়োহুড়ি শুরু হয়, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শতাধিক মানুষের। এরপর থেকেই খবরের শিরোনামে ভোলে বাবা। তাঁর নানা কীর্তি সামনে আসছে। তবে শুধু ভোলে বাবাই নয়, তার আশ্রম নিয়েও নানা কাহিনি রয়েছে।

ভোলেবাবার গ্রাম উত্তর প্রদেশের কাসগঞ্জের বাহাদুর নগরে। সেখানে নাকি রয়েছে এক ডজন অলৌকিক হ্যান্ড পাম্প! ভোলেবাবার মতো তাঁর আশ্রমের হল্যান্ড পাম্পেরও বিশেষ ক্ষমতা রয়েছে।

এক ভক্তের দাবি, তাঁর মহিষ নাকি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। ভোলে বাবার কাছে সেই মহিষকে আনতেই হ্যান্ড পাম্পের জল ছিটিয়ে দেওয়া হয়। পরদিনই মহিষ আট লিটার দুধ দিতে শুরু করে।

আরেক ভক্তের দাবি, এই হ্যান্ড পাম্পে অলৌকিক শক্তি রয়েছে,যা রো নিরাময় করতে পারে। দৃষ্টিহীনরাও আশ্রমে এসে পাম্পের জল সংগ্রহ করে, নিয়মিত পান করার পর দৃষ্টি ফিরে পেয়েছে। জ্বর-জ্বালা থেকে জটিল রোগ, সব কিছুই নাকি দূর করে এই ম্যাজিক হ্যান্ড পাম্প।