Pakistan shelling: অপারেশন সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩ সাধারণ নাগরিকের
Pakistan shelling: বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, "বিনা প্ররোচনায় পাকিস্তান সেনার এই গোলাবর্ষণে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় জওয়ানরা পাকিস্তান সেনার এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছেন।"

শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। পুঞ্চ জেলার মেধর এলাকায় পাকিস্তান সেনার গোলাবর্ষণে ৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখমও হয়েছেন। পাকিস্তান সেনার গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলাকারী ও ষড়যন্ত্রীদের ছাড়া হবে না বলে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাতে থাকে পাকিস্তান সেনা।
আর বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, “বিনা প্ররোচনায় পাকিস্তান সেনার এই গোলাবর্ষণে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় জওয়ানরা পাকিস্তান সেনার এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছেন।”
মৃত তিন সাধারণ নাগরিকের মধ্যে একজন মহিলা। মৃতদের নাম মহম্মদ আদিল, সেলিম হুসেন এবং রুবি কৌর। কুপওয়ারাও গুলি চালায় পাক সেনা। কুপওয়ারার সালামাবাদ গ্রামে পাক সেনার গুলিতে কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক জখম হয়েছেন। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, শ্রীনগর বিমানবন্দরে এদিন অসামরিক বিমান ওঠানামা স্থগিত করা হয়েছে। ওই বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ভারতীয় সেনা।

