দিল্লির রাজপথে বাংলার ‘সবুজ সাথী’, সঙ্গী রবিঠাকুরের গান

রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন।

দিল্লির রাজপথে বাংলার 'সবুজ সাথী', সঙ্গী রবিঠাকুরের গান
ইন্ডিয়া গেটের সামনে বীর শহিদদের শ্রদ্ধাজ্ঞাপণ প্রধানমন্ত্রীর।
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 12:21 PM

নয়া দিল্লি: বিবিধের মাঝে মিলনই প্রজাতন্ত্র দিবসের মূল সুর। সে মন্ত্রকে সামনে রেখেই দেশজুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

*’মিশন কোভিড সুরক্ষা’। কোভিড-কালে ভারতের যে লড়াই সে লড়াইয়ের খণ্ডচিত্র ট্যাবলোয়।

* রাজপথে হেঁটে উপস্থিত দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। *কুচকাওয়াজ সমাপ্ত। একে একে প্রস্থান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। *আকাশে উড়ল ত্রিবর্ণের বেলুন। * কুচকাওয়াজের প্রতিটি ট্যাবলোয় ঐতিহ্যের সঙ্গে আত্মনির্ভরতার বার্তা। *দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’ ট্যাবলো। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ‘আমরা চঞ্চল আমরা অদ্ভূত’। * প্রথমবার প্রদর্শন যুদ্ধবিমান রাফাল-এর। *করোনা আবহে বাড়তি সতর্কতা এই কুচকাওয়াজ ঘিরে। অংশ নিচ্ছে ১৭টি ট্যাবলো। ২৫ হাজার দর্শকাসন। ১৫ বছরের কম বয়সিদের প্রবেশ বারণ। নেই প্রবীণরাও। * প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীও। রয়েছেন তিন বাহিনীর প্রধান। রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। *কুচকাওয়াজের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা। * ব্রাহ্মস মিসাইলের প্রদর্শন। আত্মনির্ভর ভারতের অন্যতম শক্তি।

*রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন। *ভারতীয় সেনার ২১বার তোপধ্বনি। উত্তোলিত হল জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীতে মুখরিত রাজধানী। *শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজের জন্য প্রস্তুত রাজধানী। *কোভিড পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। * প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লির রাজপথে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।