AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিল্লির রাজপথে বাংলার ‘সবুজ সাথী’, সঙ্গী রবিঠাকুরের গান

রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন।

দিল্লির রাজপথে বাংলার 'সবুজ সাথী', সঙ্গী রবিঠাকুরের গান
ইন্ডিয়া গেটের সামনে বীর শহিদদের শ্রদ্ধাজ্ঞাপণ প্রধানমন্ত্রীর।
| Updated on: Jan 26, 2021 | 12:21 PM
Share

নয়া দিল্লি: বিবিধের মাঝে মিলনই প্রজাতন্ত্র দিবসের মূল সুর। সে মন্ত্রকে সামনে রেখেই দেশজুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

*’মিশন কোভিড সুরক্ষা’। কোভিড-কালে ভারতের যে লড়াই সে লড়াইয়ের খণ্ডচিত্র ট্যাবলোয়।

* রাজপথে হেঁটে উপস্থিত দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। *কুচকাওয়াজ সমাপ্ত। একে একে প্রস্থান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। *আকাশে উড়ল ত্রিবর্ণের বেলুন। * কুচকাওয়াজের প্রতিটি ট্যাবলোয় ঐতিহ্যের সঙ্গে আত্মনির্ভরতার বার্তা। *দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’ ট্যাবলো। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ‘আমরা চঞ্চল আমরা অদ্ভূত’। * প্রথমবার প্রদর্শন যুদ্ধবিমান রাফাল-এর। *করোনা আবহে বাড়তি সতর্কতা এই কুচকাওয়াজ ঘিরে। অংশ নিচ্ছে ১৭টি ট্যাবলো। ২৫ হাজার দর্শকাসন। ১৫ বছরের কম বয়সিদের প্রবেশ বারণ। নেই প্রবীণরাও। * প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীও। রয়েছেন তিন বাহিনীর প্রধান। রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। *কুচকাওয়াজের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা। * ব্রাহ্মস মিসাইলের প্রদর্শন। আত্মনির্ভর ভারতের অন্যতম শক্তি।

*রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন। *ভারতীয় সেনার ২১বার তোপধ্বনি। উত্তোলিত হল জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীতে মুখরিত রাজধানী। *শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজের জন্য প্রস্তুত রাজধানী। *কোভিড পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। * প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লির রাজপথে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।