দিল্লির রাজপথে বাংলার ‘সবুজ সাথী’, সঙ্গী রবিঠাকুরের গান
রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন।
নয়া দিল্লি: বিবিধের মাঝে মিলনই প্রজাতন্ত্র দিবসের মূল সুর। সে মন্ত্রকে সামনে রেখেই দেশজুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
देशवासियों को गणतंत्र दिवस की ढेरों शुभकामनाएं। जय हिंद!
Wishing all the people of India a Happy #RepublicDay. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) January 26, 2021
‘Justice, Liberty, Equality, Fraternity’
We must forever strive to protect, preserve & follow all the ideals of the Constitution.
Warm greetings to every Indian on Republic Day!
Today’s parade in Kolkata has been dedicated to Deshnayak Netaji Subhas Chandra Bose.
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021
*’মিশন কোভিড সুরক্ষা’। কোভিড-কালে ভারতের যে লড়াই সে লড়াইয়ের খণ্ডচিত্র ট্যাবলোয়।
Delhi: With the theme of ‘Aatma-Nirbhar Bharat Abhiyan: COVID’ the tableau of the Department of Biotechnology depicts the process of #COVID19 Vaccine development through various processes. #RepublicDay pic.twitter.com/xBqTeXIVxq
— ANI (@ANI) January 26, 2021
* রাজপথে হেঁটে উপস্থিত দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। *কুচকাওয়াজ সমাপ্ত। একে একে প্রস্থান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। *আকাশে উড়ল ত্রিবর্ণের বেলুন। * কুচকাওয়াজের প্রতিটি ট্যাবলোয় ঐতিহ্যের সঙ্গে আত্মনির্ভরতার বার্তা। *দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’ ট্যাবলো। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ‘আমরা চঞ্চল আমরা অদ্ভূত’। * প্রথমবার প্রদর্শন যুদ্ধবিমান রাফাল-এর। *করোনা আবহে বাড়তি সতর্কতা এই কুচকাওয়াজ ঘিরে। অংশ নিচ্ছে ১৭টি ট্যাবলো। ২৫ হাজার দর্শকাসন। ১৫ বছরের কম বয়সিদের প্রবেশ বারণ। নেই প্রবীণরাও। * প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীও। রয়েছেন তিন বাহিনীর প্রধান। রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। *কুচকাওয়াজের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা। * ব্রাহ্মস মিসাইলের প্রদর্শন। আত্মনির্ভর ভারতের অন্যতম শক্তি।
#RepublicDay: The Mobile Autonomous Launcher of the Brahmos Missile system is led by Captain Quamrul Zaman.
This missile has been developed as a joint venture between India and Russia. It has a maximum range of 400 km. pic.twitter.com/EMc4zfnhCo
— ANI (@ANI) January 26, 2021
*রাজপথে কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শন। *ভারতীয় সেনার ২১বার তোপধ্বনি। উত্তোলিত হল জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীতে মুখরিত রাজধানী। *শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজের জন্য প্রস্তুত রাজধানী। *কোভিড পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। * প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লির রাজপথে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।