AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্রিন করিডরে অক্সিজেন নিয়ে ছুটবে স্পেশাল ট্রেন! কোভিড মোকাবিলায় কী কী উদ্যোগ রেলের?

ইতিমধ্যেই রেলের (Indian Railway) তরফ থেকে সব পরিকল্পনা তৈরি করে ফেলা হয়েছে। অক্সিজেন, ওষুধ সাপ্লাই দিতে প্রস্তুত রেল।

গ্রিন করিডরে অক্সিজেন নিয়ে ছুটবে স্পেশাল ট্রেন! কোভিড মোকাবিলায় কী কী উদ্যোগ রেলের?
ফাইল চিত্র
| Updated on: Apr 19, 2021 | 1:44 PM
Share

নয়া দিল্লি: দেশ জুড়ে করোনা সংক্রমণ ফের ভয়ঙ্কর চেহারা নিয়েছে। প্রত্যেক দিন কয়েক লক্ষ করে মানুষ আক্রান্ত হচ্ছেন দেশে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রেল।

একাধিক রাজ্যের চাহিদা মেনে বিভিন্ন রাজ্যের প্রয়োজন মত পাঠানো হবে অক্সিজেন স্পেশাল ট্রেন। সেই ট্রেনে সাপ্লাই দেওয়া হবে অক্সিকজেন, কোভিড পরিস্থিতিতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিন করিডোর তৈরি করে স্পেশাল ট্রেন পাঠানো হবে সংশ্লিষ্ট রাজ্যে।

এছাড়া, রাজ্যের দাবি মেনে প্রয়োজনমতো করোনাভাইরাস কোচের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং দিল্লিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন প্রায় পাঁচ হাজার করোনাভাইরাস কোচের ব্যবস্থা করা হয়েছে।

এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রীদের ফিরিয়ে নিয়ে যা্ওয়ার জন্যও প্রয়োজনবোধে বিশেষ ট্রেন চালানো হবে। গত বছর লকডাউনের সময় ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন পরিযয়ী শ্রমিকেরা। সে কথা মাথায় রেখেই সম্ভবত এ বার এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: লাগাম ছাড়া কোভিড সংক্রমণ, প্রচার বন্ধ করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই সব ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতার কথাও মাথায় রাখছে রেল। সামাজিক দূরত্ব এবং করোনাভাইরাস এর সব বিধি নিয়ম মানার জন্য বাড়তি প্রচার অভিযান চালানো হবে রেলের পক্ষ থেকে। সচেতনতা বৃদ্ধি করার জন্য মাইকিং করা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। যাতে যাত্রীরা মাস্ক ব্যবহার করেন তার জন্য থাকবে কড়া ব্যবস্থা। মাস্ক ব্যবহার না করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রেল। এছাড়া, বিভিন্ন রাজ্যের প্রয়োজন অনুযায়ী অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও রাজ্যগুলিতে পৌঁছে দেওয়া হবে।