AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Hearing: যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে শুনানিতে ডাকল নির্বাচন কমিশন

SIR Hearing: যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে শুনানিতে ডাকল নির্বাচন কমিশন

Bhaswati Ghosh

| Edited By: জয়দীপ দাস

Updated on: Jan 24, 2026 | 9:29 PM

Share

Mimi Chakraborty: মিমি বলছেন, “আমার কাছে নোটিস এসেছে। ৩১ তারিখ আমি যাচ্ছি। কসবা বিধানসভা কেন্দ্রে যে স্কুলে আমি ভোট দিই সেখানেই মনে হয় যেতে হবে। আমি অবশ্যই যাচ্ছি। যা যা তথ্য ওদের লাগবে সবই আমি নিয়ে যাব।” প্রসঙ্গত, এর আগে দেবের পাশাপাশি ক্রিকেটর মহম্মদ সামিরও ডাক পড়েছিল এসআইআর শুনানিতে।

কলকাতা: দেবের পর এবার যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে শুনানিতে ডাকল নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি SIR শুনানিতে যেতে বলে মিমিকে নোটিস দিল নির্বাচন কমিশন। মিমি যদিও বলছেন তিনি সবরকমভাবেই সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলছেন, “আমার কাছে নোটিস এসেছে। ৩১ তারিখ আমি যাচ্ছি। কসবা বিধানসভা কেন্দ্রে যে স্কুলে আমি ভোট দিই সেখানেই মনে হয় যেতে হবে। আমি অবশ্যই যাচ্ছি। যা যা তথ্য ওদের লাগবে সবই আমি নিয়ে যাব।” প্রসঙ্গত, এর আগে দেবের পাশাপাশি ক্রিকেটর মহম্মদ সামিরও ডাক পড়েছিল এসআইআর শুনানিতে।