India’s First Laser Weapon: কল্পবিজ্ঞানকে বাস্তবে নামাল DRDO-র! সেনার জন্য তৈরি লেজ়ার-অস্ত্র, আলোর আঘাতেই এবার ‘ফালা ফালা’ হবে পাকিস্তান
India's First Laser Weapon: এবার প্রায় একই রকম শক্তি নিজের হাতে তুলতে চলেছে ভারতীয় সেনা। সিনেমা দুনিয়ার কল্পনাকে বাস্তবের মাটিতে টেনে এনেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO।

নয়াদিল্লি: আলোর কত ক্ষমতা? একটা আলো কি মাটিতে মিশিয়ে দিতে পারে বড় বড় যুদ্ধবিমান কিংবা গুপ্তচর ড্রোনকে? কিংবা ফালা ফালা করতে পারবে শত্রু সেনাকে? এই প্রসঙ্গে মনে পড়ে যায়, জর্জ লুকাসের তৈরি বিখ্যাত সিরিজ স্টার ওয়ারস-এর (Star Wars) কথা। যেখানে যোদ্ধাদের হাতে রয়েছে অত্যাধুনিক তলোয়ার। যা থেকে প্রতি নিয়ত বেরোচ্ছে আলোক রশ্মি। যা মাঝখান থেকে চিরে দিতে পারে একটা আস্ত বিমানকেও।
এবার প্রায় একই রকম শক্তি নিজের হাতে তুলতে চলেছে ভারতীয় সেনা। সিনেমা দুনিয়ার কল্পনাকে বাস্তবের মাটিতে টেনে এনেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছু নিমিষে ধ্বংস করে দিতে পারে DRDO-র তৈরি এই লেজ়ার অস্ত্র। যা ইতিমধ্যেই পরিক্ষণের কাজ শেষ করেছে তারা।
#WATCH | Kurnool, Andhra Pradesh: For the first time, India has showcased its capability to shoot down fixed-wing aircraft, missiles and swarm drones using a 30-kilowatt laser-based weapon system. India has joined list of selected countries, including the US, China, and Russia,… pic.twitter.com/fjGHmqH8N4
— ANI (@ANI) April 13, 2025
রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে DRDO-এর এক দল গবেষক এই সদ্য নির্মিত ৩০ কিলোওয়াটের লেজ়ার অস্ত্রের ট্রায়াল রান করায়। যাতে সফল হয়েছে তারা। জানা গিয়েছে, এই অত্যাধুনিক অস্ত্র তৈরির মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার সঙ্গে জুড়ে গেল ভারতের নাম।
ডিআরডিও সূত্রে খবর, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই নতুন MK-II(A) DEW সিস্টেমটি দূর পর্যন্ত যে কোনও শত্রু ড্রোনের আক্রমণকে প্রতিহত ও সেই ড্রোন এক ঝটকায় উড়িয়ে দিতে পারে। তারা আরও জানিয়েছে, এই অস্ত্র থেকে নির্গত লেজ়ার বা আলোকরশ্মি ৫ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনও ড্রোন বা হেলিকপ্টারকে আকাশপথেই ধ্বংস করে দিতে সক্ষম। যা স্থল ও নৌসেনা উভয়েই নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারবেন।





