AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: একেবারে মোক্ষম জবাব, বিমানঘাঁটি সহ পাকিস্তানের ৭ জায়গা উড়িয়ে দিয়েছে ভারত, জানাল সেনা

Indian Army: মোট পাকিস্তানের মোট ৭টি জায়গায় আঘাত করেছে ভারত। রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে পাকিস্তানকে।

Indian Army: একেবারে মোক্ষম জবাব, বিমানঘাঁটি সহ পাকিস্তানের ৭ জায়গা উড়িয়ে দিয়েছে ভারত, জানাল সেনা
| Updated on: May 10, 2025 | 12:26 PM
Share

নয়া দিল্লি: গত ২৪ ঘন্টায় ভারতের ২৬টি জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান। আর ভারতীয় সেনাবাহিনীও তার উপযুক্ত জবাব দিয়েছে। সেনাবাহিনীর তরফে এ কথা স্পষ্ট করে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি। মোট পাকিস্তানের মোট ৭টি জায়গায় আঘাত করেছে ভারত। রীতিমতো বিপর্যস্ত করে ফেলেছে পাকিস্তানকে।

শনিবার সকালে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানাল, পাকিস্তানের ৭টি জায়গা ধ্বংস করেছে ভারত। এর মধ্যে রয়েছে ৫টি বিমানঘাঁটি এবং ২টি রাডার। ভারতের এই পদক্ষেপে রীতিমতো সন্ত্রস্ত পাকিস্তান।

ভারতীয় সেনা যে জায়গাগুলিতে আঘাত করেছে। তার মধ্যে রয়েছে রফিকি এয়ার বেস (শোরকোট), মুরিদ এয়ারবেস (পঞ্জাবের চাকওয়াল জেলা), চাকলালা ক্যান্টনমেন্ট, রহিম ইয়ার খান এয়ার বেস, সুকুর এয়ার বেস, সিন্ধ, চুনিয়ান ক্যান্টনমেন্ট, পঞ্জাব, শিয়ালকোট এয়ার বেস, পাসরুর রাডার সাইট।

এদিন ভারতীয় সেনা আবারও অভিযোগ জানিয়েছে যে অসামরিক বিমানের আড়ালে আন্তর্জাতিক বিমান রুটের অপব্যবহার করে হামলা চালাচ্ছে পাকিস্তান।

এছাড়াও এদিনের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পশ্চিম সীমান্তে পাক সেনা উপস্থিতি বাড়াচ্ছে। সেনাঘাঁটিগুলিকে বারবার নিশানা করা হচ্ছে। অধিকাংশ হামলাই ভারত প্রতিহত করেছে বলেও জানানো হয়েছে। তবে উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।