Indian Army VIDEO: অন্ধকারে চালাকি করতে গিয়েছিল পাকিস্তান, বেছে বেছে ড্রোন ধ্বংস করল সেনাবাহিনী, দেখুন

India-Pakistan Tension: জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। হামাসের কায়দাতেই এই হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান।

Indian Army VIDEO: অন্ধকারে চালাকি করতে গিয়েছিল পাকিস্তান, বেছে বেছে ড্রোন ধ্বংস করল সেনাবাহিনী, দেখুন
ধ্বংস করা হয় ড্রোন।Image Credit source: X

|

May 09, 2025 | 7:39 PM

নয়া দিল্লি: রাতের অন্ধকারে শয়তানি করতে গিয়েছিল পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের ছোড়া প্রতিটি ড্রোন, মিসাইলকে ধ্বংস করেছে ভারত। গতকাল রাতে ঠিক কী কী হয়েছিল, পাকিস্তান কোন দুঃসাহস দেখানোর চেষ্টা করেছিল, তা বিবৃতি দিয়ে জানাল ভারতীয় সেনাবাহিনী।

‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে। পাকিস্তান ভারতের উপরে হামলা করার যে দুঃসাহস দেখিয়েছে, তার যোগ্য জবাব দিয়েছে সেনাবাহিনীও। সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৮-৯ মে র রাতে সমগ্র পশ্চিমাঞ্চল সীমান্ত জুড়ে ড্রোন ও অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান বাহিনী। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে।

সেনার তরফে প্রতিটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে এবং সংঘর্ষবিরতি লঙ্ঘনেরও যোগ্য জবাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। হামাসের কায়দাতেই এই হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু সেনাবাহিনীর সামনে টিকতে পারেনি কিছুই।

উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ইউনিট ৫০টিরও বেশি পাকিস্তানের পাঠানো ড্রোন ধ্বংস করেছে।

দেশের সীমান্ত ও সার্বভোমত্ব রক্ষায় নিয়োজিত ভারতীয় সেনা। শত্রুদের সমস্ত প্রচেষ্টাই বিফল করা হবে বলে জানিয়েছে সেনা বাহিনী।