Maharashtra News: যেতে হবে বস-এর বিছানায়! স্বামীর প্রস্তাব শুনে যা করলেন স্ত্রী
Kalyan News: এরকম ঘটনা কার্যতই বেনজির। জানা গিয়েছে, মহারাষ্ট্রে কর্মরত শোহেল শেখ, পেশায় একজন সফ্ট ইঞ্জিনিয়ার একটি পার্টি চলাকালীন এমনই কুপ্রস্তাব দেন খোদ নিজের স্ত্রীকে। যার বিরোধীতা করেন স্ত্রী। ফলস্বরূপ মেলে তালাক।
নয়াদিল্লি: যেতে বস-এর বেডরুমে! স্বামীর ‘অযৌক্তিক’ আদেশ পালনে নারাজ হতেই জুটল তালাক। ঘটনা মহারাষ্ট্রের কল্যাণের। বস-এর শয্যাসঙ্গীনি হওয়া ‘কুপ্রস্তাবে’ গররাজি হতেই স্ত্রীকে তালাক দিল এক ব্যক্তি। স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করল স্ত্রী।
এরকম ঘটনা কার্যতই বেনজির। জানা গিয়েছে, মহারাষ্ট্রে কর্মরত শোহেল শেখ, পেশায় একজন সফ্ট ইঞ্জিনিয়ার একটি পার্টি চলাকালীন এমনই কুপ্রস্তাব দেন খোদ নিজের স্ত্রীকে। যার বিরোধীতা করেন স্ত্রী। ফলস্বরূপ মেলে তালাক।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে করেন অভিযুক্ত। তারপর থেকেই চলত স্ত্রীয়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন, এমনটাই অভিযোগ। অভিযুক্তের স্ত্রীর দাবি, বিয়ের প্রথম তিন মাস সম্পর্ক ঠিক থাকলেও, তারপর থেকে গণ্ডগোল বাঁধতে শুরু করে তাদের মধ্য়ে। প্রথম স্ত্রীয়ের যে এখন ডিভোর্স হয়নি সেটা বিয়ের আগে লুকিয়ে গিয়েছিল অভিযুক্ত। তা অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী জানতেই তার উপর মানসিক নির্যাতন শুরু করেন সোহেল।
প্রথম স্ত্রীয়ের থেকে ‘মুক্তি’ পেতে দ্বিতীয় স্ত্রীয়ের কাছে ১৫ লক্ষ টাকা দাবি করেন সোহেল । আর তা দিতে নারাজ হলেই আর ফাটল ধরে তাদের সম্পর্কে। টাকার জন্য নাকি বারংবার জোরাজুরি চালাত সোহেল এমনটাই অভিযোগ তার দ্বিতীয় স্ত্রীয়ের।
জল আরও গড়ায় অফিসের একটি পার্টিকে কেন্দ্র করে। বস-এর সঙ্গে বেডরুমে যেতে হবে বলে স্ত্রীকে কুপ্রস্তাব দেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, কাটাতে হবে রাতও। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান স্ত্রী। মুখের উপরেই সাফ অস্বীকার করে দেন তিনি। এরপরই ক্ষেপে গিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্ত। পাল্টা থানায় চলে যান স্ত্রী। তবে এই অভিযোগের ভিত্তিতে এখনও পুলিশ অভিযুক্ত গ্রেফতার করেনি বলেই জানা গিয়েছে।
কল্যাণ থানার পুলিশ সুপারিনডেন্ট জানান, সম্ভাজি নগর থানায় এই অভিযোগটি দায়ের করা হয়েছে। যা পরবর্তীতে সেখান থেকে পাঠানো হয় বাজার পেঠ থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর নামে মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি পরপুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ দায়ের করেন স্ত্রী।