Messi in India: মেসির সঙ্গে হাত মেলাতে চান? বেশি নয়, খরচ মাত্র ১ কোটি!
Lionel Messi: মেসির জন্য লীলা প্য়ালেসের গোটা ফ্লোর রিজার্ভ করা হয়েছে। জানা গিয়েছে, মেসি থাকবেন হোটেলের প্রেসিডেন্শিয়াল স্যুটে, যার এক রাতের থাকার খরচ সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা। ইতিমধ্যেই গোটা হোটেল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

নয়া দিল্লি: মেসির সফরের শেষ দিন আজ। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ঘুরে আজ দিল্লিতে শেষ হবে এলএম-১০-র গোট ট্যুর (G.O.A.T Tour)। আজ, সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছবেন লিওনেল মেসি (Lionel Messi)। এরপর তিনি যাবেন দিল্লির চাণক্যপুরীর লীলা প্যালেসে। মেসির সঙ্গে হাত মেলাতে কত টাকা খরচ করতে হবে, জানেন? মাত্র ১ কোটি টাকা।
মেসির জন্য লীলা প্য়ালেসের গোটা ফ্লোর রিজার্ভ করা হয়েছে। জানা গিয়েছে, মেসি থাকবেন হোটেলের প্রেসিডেন্শিয়াল স্যুটে, যার এক রাতের থাকার খরচ সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা। ইতিমধ্যেই গোটা হোটেল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
এনডিটিভি-র সূত্রের খবর, হোটেলে বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ (সাক্ষাৎ অনুষ্ঠান)-র ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট কিছু ভিআইপি অতিথিরাই দেখা করতে পারবেন মেসির সঙ্গে। তবে মেসির সঙ্গে কথা বলা বা হাত মেলানোর জন্য খসবে পকেটের টাকা। শোনা যাচ্ছে, ১ কোটি টাকা খরচ করতে হবে মেসির সঙ্গে দেখা করার জন্য।
আজকের অনুষ্ঠানে মেসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, একাধিক সাংসদ, ক্রিকেটার রোহিত শর্মা, অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন। অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন যাবেন পুরানা কেল্লাতে। সেখানে আডিডাস (Adidas) বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। রাত ৮টায় দিল্লি থেকে ছাড়বে মেসির নিজস্ব জেট, গাল্ফস্ট্রিম-৫।
