Lionel Messi Flight: মেসি যে বিমানে চড়েন, তার দাম ১৩৬ কোটি টাকা! কী আছে এর অন্দরে, জানেন?
Lionel Messi G.O.A.T Tour: সাধারণত গাল্ফস্ট্রিম জেটের দাম ৯ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারের মধ্যে হয়। নতুন ভ্যারিয়েন্টের দাম ৪০ মিলিয়নের বেশি। শুধু বিমানের দামই নয়, এই বিমানের রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু বছরে কয়েক মিলিয়ন ডলার।

কলকাতা: ভারতে মেসি। কলকাতা, হায়দরাবাদ ঘুরে আজ মুম্বইয়ে সফর মেসির (Lionel Messi)। সঙ্গে থাকবেন ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি’পল। তবে মেসির ভারত সফরেই শুধু চমক নয়, যে বিমানে তিনি এসেছেন ভারতে, তাও কিন্তু অবাক করার মতো। নিজস্ব প্রাইভেট জেট গাল্ফস্ট্রিম ৫(Gulfstream V) -এ এসেছেন মেসি। এর দাম কত জানেন? ১৩৬ কোটি টাকা। কী বিশেষত্ব এই বিমানের?
গাল্ফস্ট্রিম ৫ হল বিশ্বের সবথেকে বিলাসবহুল লং রেঞ্জ বিজনেস জেট (Long Range Bisuness Jet)। নন-স্টপ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে যেতে পারে। এয়ার ট্রাফিক এড়াতে এই বিমান হাই অল্টিটিউড বা অতি উচ্চতায় উড়তে পারে। বিলাসবহুল এই বিমানে অনেকটা জায়গা রয়েছে, এর সঙ্গে রয়েছে কেবিনও। মোট ১৪টি সিট আছে মেসির এই বিমানে, যা প্রয়োজন পড়লে ৭টি বিছানায় পরিবর্তিত করে নেওয়া যায়।
সাধারণত গাল্ফস্ট্রিম জেটের দাম ৯ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারের মধ্যে হয়। নতুন ভ্যারিয়েন্টের দাম ৪০ মিলিয়নের বেশি। শুধু বিমানের দামই নয়, এই বিমানের রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু বছরে কয়েক মিলিয়ন ডলার।
কলকাতা, হায়দরাবাদের পর আজ, ১৪ ডিসেম্বর মুম্বইয়ে যাবেন মেসি। সেখানে দেখা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বলিউডের সেলিব্রেটিরা। সোমবার দিল্লিতে শেষ হবে মেসির ট্যুর। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন মেসি। তবে সরকারি কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।
