Lionel Messi in Kolkata: হাসি মিলিয়ে গিয়ে চোখে-মুখে ফুটে উঠল বিরক্তি! ঠিক কোন মুহূর্তে মেজাজ হারান মেসি?
Messi G.O.A.T Tour: মেসিকে এক ঝলক দেখার জন্য ন্যূনতম টিকিটের দামই ছিল সাড়ে তিন হাজার টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ৩০-৩৫ হাজার টাকা। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের দেখা মিলল কই? মাঠে নামতেই একশো জনেরও বেশি ঘিরে ফেলে মেসিকে।

কলকাতা: ১৩ ডিসেম্বর স্মরণীয় দিন হওয়ার কথা ছিল কলকাতার জন্য। ১৪ বছর পর ফের কলকাতার মাটিতে পা রাখলেন মেসি (Lionel Messi)। তবে যেভাবে মেসির গোট ট্যুর (G.O.A.T Tour) মনে রাখা উচিত ছিল, ঘটল ঠিক তার উল্টোটা। একটা সফল অনুষ্ঠান হওয়ার বদলে তা নিমেষে বিপর্যয়ে পরিণত হয়। কেন মাত্র ২০ মিনিটেই যুবভারতী স্টেডিয়াম ছাড়তে হল মেসিকে?
মেসিকে এক ঝলক দেখার জন্য ন্যূনতম টিকিটের দামই ছিল সাড়ে তিন হাজার টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ৩০-৩৫ হাজার টাকা। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের দেখা মিলল কই? মাঠে নামতেই একশো জনেরও বেশি ঘিরে ফেলে মেসিকে। নেতা-মন্ত্রী, নিরাপত্তারক্ষীর ভিড়ে টিকিটাও দেখা গেল না মেসির। দর্শকরাও তো ক্ষুব্ধ হবেনই। মাঠের ভিতরে কী হয়েছিল, মেসি কেন বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন, তা বললেন প্রাক্তন মিডফিল্ডার লালকমল ভৌমিক।
গতকাল, ১৩ ডিসেম্বর মাঠে উপস্থিত ছিলেন লালকমল ভৌমিকও। স্পোর্টস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথমে সবকিছু ভালই চলছিল, মেসি স্টেডিয়ামে হাঁটছিল। ওঁ প্রথমে রিল্যাক্সড ছিল, হাসছিল, সকলের সঙ্গে হাত মেলাচ্ছিল। এমনকী, কোনও দ্বিধা ছাড়াই সকলকে অটোগ্রাফও দিচ্ছিল। কিন্তু যেই সময় প্রচুর মানুষ মাঠে ঢুকে পড়ল এবং মেসির সঙ্গে ছবি তুলতে শুরু করল, তখন মেসির চোখে-মুখে অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল।”
যখন পরিস্থিতি আরও খারাপ হন, তখনই মেজাজ হারান মেসি। লালকমলবাবু বলেন, “হঠাৎ প্রচন্ড ভিড় হয়ে গেল। যখন সবাই ওঁর (মেসি) আশেপাশে সবাই ছবি তুলতে শুরু করে, তখন ওঁর রিঅ্যাকশন বদলাতে শুরু করে। বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল, ও মেজাজ হারিয়ে ফেলে।”
তিনি জানান, শুধু মেসি নয়, ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি’পল-ও খুব বিরক্ত হয়েছিলেন। মেসির নিরাপত্তারক্ষীরা অনুষ্ঠানের ম্যানেজমেন্ট নিয়ে একদমই খুশি ছিলেন না, ভিড় অত্যাধিক বেড়ে যেতেই তারা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।
