Union Budget 2025: বিমানবন্দর থেকে রিসার্চ সেন্টার, ভোটমুখী বিহারকে ‘ভরিয়ে’ দিলেন অর্থমন্ত্রী
Union Budget 2025: চলতি বছরের বাজেটে ভরে গেল বিহার। নীতীশের রাজ্যকে একাধিক প্রকল্প উপহার দিল কেন্দ্র সরকার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে এবার উন্নতির জোয়ার। ঠিক কী কী পেল নীতীশের রাজ্য?

নয়াদিল্লি: নির্মলার বাজেটে ‘ভরে গেল’ বিহার। শনিবার, সকাল ১১টায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশনের শুরুতেই উত্তাল হয় সংসদ। কুম্ভের ঘটনা নিয়ে সংসদে এক দফা সুর চড়াল বিরোধি শিবির। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিলেন না অর্থমন্ত্রী। বরং, উত্তেজনাকে এড়িয়ে নিজের মন্ত্রীত্বকালের অষ্টম বাজেট পেশে মন দিলেন তিনি।
চলতি বছরের বাজেটে ভরে গেল বিহার। নীতীশের রাজ্যকে একাধিক প্রকল্প উপহার দিল কেন্দ্র সরকার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে এবার উন্নতির জোয়ার। ঠিক কী কী পেল নীতীশের রাজ্য? অর্থমন্ত্রী পেশ করা বাজেট অনুযায়ী, ভোজ্য তেল ও ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। আর সেই ঘোষণার পরেই বিহারের জন্য মাখানা বোর্ড তৈরির কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
কিন্তু এই বোর্ডে উপকারিতা পাবেন কারা?
বিশেষজ্ঞরা বলছেন, মাখানা বোর্ড তৈরির মাধ্যমে আখেড়ে সে রাজ্যে কৃষকদের সুবিধা করে দেবে কেন্দ্র। ইতিমধ্যে দেশ-বিদেশে বেড়েছে মাখানার চাহিদা। সেই সূত্র ধরে বিহারের নানা এলাকায় বেড়েছে এর উৎপাদন। সেই বিক্ষিপ্ত উৎপাদকদের এক ছাতার তলায় আনতেই এই বোর্ড তৈরির ঘোষণা করলেন তিনি।
শাঁপলা ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা। আর বিহারে এই ফুলের চাষও হয় প্রচুর। সেই সূত্র ধরেই কৃষকদের উৎপাদনে ও সঠিক দাম পেতে সুবিধা করে দিতেই এই বোর্ড তৈরির কথা জানালেন অর্থমন্ত্রী, দাবি ওয়াকিবহাল মহলের। তবে শুধুই মাখানা বোর্ড নয়। বিহারে তৈরি হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার। এছাড়াও, সম্প্রসারিত করা IIT পটনা। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য টাকা ঢালবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর।
উল্লেখ্য, নির্মলার এই বাজেটকে রাজনৈতিক তকমা দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিহারবাসীর মন জয় করতে কার্যত বাজেটকে হাতিয়ার করল কেন্দ্র, দাবি একাংশের রাজনীতিকদের।





