BJP-কে রুখতে মনোজ বাজপেয়ী ‘কাফি হ্যায়’? প্রার্থী হচ্ছেন INDIA জোটের?
Manoj Bajpayee on joining politics: মনোজ বাজপেয়ীর অভিনয় তো বটেই, তাঁর অভিনিত সিরিজ ও সিনেমায় থাকে সামাজিক বার্তাও। এবার কি তিনি সামাজিক কাজে যুক্ত হতে রাজনীতির অঙ্গনে প্রবেশ করবেন? বিহারের পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করবে বিরোধী জোট ইন্ডিয়া?

মুম্বই: দেশের সেরা এবং দক্ষ অভিনেতাদের অন্যতম মনোজ বাজপেয়ী। জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীর ঝুলিতে রয়েছে ‘সত্য’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘জোরামে’র মতো ফিল্ম, ‘ফ্যামিলি ম্যান’, ‘এক বান্দা কাফি হ্যায়’-এর মতো টিভি ও ওটিটি সিরিজ। তাঁর অভিনয় তো বটেই, এই সকল সিরিজ ও সিনেমায় থাকে সামাজিক বার্তাও। এবার কি তিনি সামাজিক কাজে যুক্ত হতে রাজনীতির অঙ্গনে প্রবেশ করবেন? আসলে, জল্পনা চলছে গত এক বছরেরও বেশি সময় ধরে। এবার শোনা যাচ্ছে, বিহারের পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী হতে পারেন এই বলিউড অভিনেতা।
রাজনীতির সঙ্গে সিনেমার জগতের যোগটা অনেকদিনের। গত কয়েক দশকে কম অভিনেতা, নেতা হননি। ভারতীয় রাজনীতি সুনিল দত্ত, জয়া বচ্চনদের মতো অভিনেতাদের রাজনীতিতে আসতে দেখেছে, যাঁরা তাঁদের নয়া ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছে। আবার, গোবিন্দা বা সানি দেওলদের মতো অভিনেতা থেকে নেতা হওয়া মানুষদেরও দেখেছে, যাঁরা নির্বাচিত হওয়ার পর, তাঁদের আর নির্বাচনী কেন্দ্রে দেখাই যায়নি বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আমাদের রাজ্যেও, দেব, শতাব্দী রায়, প্রয়াত তাপস পাল, হিরন – তালিকাটা নেহাত ছোট নয়। আসলে, যে সকল আসনে জেতা কঠিন বলে মনে করে রাজনৈতিক দলগুলি, সেই সকল আসনেই এই অভিনেতাদের প্রার্থী করার প্রবণতা দেখা যায়। মূলত তাঁদের অভিনয় জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, সেই আসনগুলি জেতার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। এবার কি সেই তালিকায় জুড়বে মনোজ বাজপেয়ীর নামও?
এই জল্পনার শুরু হয়েছিল ২০২২-এর সেপ্টেম্বরে। বিহারে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি, এক সংবাদ পোর্টাল থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ‘পশ্চিম চম্পারন লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোটের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।’ ওই একই পোস্টে আরও দাবি করা হয়েছে, পশ্চিম চম্পারন বিরোধীরা যাকেই প্রার্থী করুক না কেন, এই আসনে বিজেপিই জিতবে। বস্তুত, ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। পরপর তিনবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় জয়সওয়াল। এবার কি, এই আসনে গেরুয়া শিবিরকে বেগ দিতে ময়দানে নামবেন ‘ফ্যামিলি ম্যান’? প্রমাণ করবেন স্রেফ এক বান্দা কাফি হ্যায় (স্রেফ এক ব্যক্তিই যথেষ্ট)?
Achcha ye bataiye ye baat kisne bola ya kal raat Sapna aaya ? Boliye boliye! https://t.co/8pIbjoxrGR
— manoj bajpayee (@BajpayeeManoj) January 4, 2024
তাঁর রাজনৈতিক আকাঙ্খা নিয়ে এই জল্পনার গোড়ায় জল ঢেলেছেন খোদ বলি অভিনেতাই। শুধু এই জল্পনাকে নস্যাত করাই নয়, এই বিষয় নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমতো রসিকতা করেছেন মনোজ। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি বলেছেন, “আচ্ছা একটা কথা বলুন, কে এই কথা আপনদের বলেছে? নাকি আগের রাতে কোনও স্বপ্ন দেখেছেন? বলুন বলুন!” বস্তুত, ললুপ্রসাদের সঙ্গে সাক্ষাতের পর, যখন তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল, সেই সময়ই সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাতকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন মনোজ বাজপেয়ী। সেই সময় তিনি বলেছিলেন, “গতবার আমি বিহারে গিয়ে, লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম। তখন থেকেই আমি রাজনীতিতে যোগ দেব বলে, জল্পনা করা শুরু হয়েছিল। আমি ২০০ শতাংশ নিশ্চিত যে, আমি এটা করব না। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”
প্রসঙ্গত, সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়া তথা আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন আরেক বলি অভিনেতা মাধুরী দীক্ষিতও। ‘ধক-ধক গার্ল’-কে মুম্বইয়ের শহরতলীর কোনও আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি, এমন জল্পনা ছড়িয়েছিল। ২০১৯ সালেও একই ধরনের জল্পনা ছিল। তবে, মাধুরী এবং তাঁর স্বামী দুজনেই এই জল্পনা বন্ধ করে দিয়েছেন। প্রার্থী হচ্ছেন না এবং রাজনীতিতে আসার ইচ্ছা নেই বলে, সাফ জানিয়েছেন মাধুরী। আর, মনোজ বাজপেয়ী এখন ব্যস্ত তাঁর আসন্ন নেটফ্লিক্স সিরিজ, ‘কিলার স্যুপ’ নিয়ে। ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ওটিটি সিরিজ। মনোজের সঙ্গে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা। মনোজ এখন ব্যস্ত এই সিরিজের প্রচারে, নির্বাচনী প্রচারে সময় দেবেন কীকরে?





