পুলিশে পুলিশে প্রেম! বাড়িতে চলছিল তুমুল যৌনতা, প্যান্টও পরা হয়নি ঠিকভাবে, হিড়হিড় করে টেনে বের করলেন স্ত্রী, তারপর যা হল…

Illicit Relation: মহিলা এসআই একমাসের ছুটিতে ছিলেন। তাই ডিউটির মাঝেই মিথ্যা কথা বলে রাকাবগঞ্জের ইনচার্জ দেখা করতে আসেন। এদিকে, বিগত কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায়, স্ত্রীর সন্দেহ হয়। তিনি থানায় গিয়ে খোঁজ নেন। জানতে পারেন, ডিউটিতে আসেননি স্বামী।

পুলিশে পুলিশে প্রেম! বাড়িতে চলছিল তুমুল যৌনতা, প্যান্টও পরা হয়নি ঠিকভাবে, হিড়হিড় করে টেনে বের করলেন স্ত্রী, তারপর যা হল...
পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ২ পুলিশ কর্মী।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 11:31 AM

লখনউ: পুলিশে পুলিশে প্রেম। ডিউটির মাঝেই আলাপ হয়েছিল, সেখান থেকেই প্রেম। শুধু সমস্যা একটাই। ওই পুলিশ কর্মী যে বিবাহিত, তা ভুলে গিয়েছিলেন। প্রেমিকা ছুটিতে রয়েছেন, তাই বাড়িতে মিথ্য়া বলে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পিছন থেকে এসে হাতেনাতে ধরল স্ত্রী। স্যান্ডো গেঞ্জি, আধ খোলা প্যান্ট পরেই পুলিশ কর্মীকে মারধর করতে থাকেন স্ত্রী ও এলাকার বাসিন্দারা। মাঝ রাস্তাতেই বেঁধে যায় হাতাহাতি। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মারপিটের ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়। রাকাবগঞ্জ থানার ইনচার্জ প্রেমে পড়েন মুজাফ্ফরনগরের স্টেশন ইনচার্জের। তারা দুজনেই বিবাহিত ছিলেন। জানা গিয়েছে, দুইজনেরই নয়ডায় পোস্টিং ছিল। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। পরবর্তী সময়ে আলাদা থানায় পোস্টিং হলেও, প্রেম ভাঙেনি। বরং লুকিয়েই প্রেম করতেন তাঁরা।

মহিলা এসআই একমাসের ছুটিতে ছিলেন। তাই ডিউটির মাঝেই মিথ্যা কথা বলে রাকাবগঞ্জের ইনচার্জ দেখা করতে আসেন। এদিকে, বিগত কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায়, স্ত্রীর সন্দেহ হয়। তিনি থানায় গিয়ে খোঁজ নেন। জানতে পারেন, ডিউটিতে আসেননি স্বামী। এরপরই খোঁজখবর নিয়ে জানতে পারেন, ওই মহিলা এসআই-র সঙ্গে দেখা করতে গিয়েছেন স্বামী।

খবর পেয়েই ছেলে, ভাগ্নেকে নিয়ে ওই মহিলা এসআই-র বাড়িতে চড়াও হন এসআই-র স্ত্রী। দেখেন, বাড়ির বাইরে সত্যিই তাঁর স্বামীর গাড়ি দাড় করানো। এরপরই বাড়িতে ঢুকে দুই পুলিশকর্মীকেই হাতেনাতে ধরা হয়। সেই সময় তাঁরা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই তাঁদের বাড়ির বাইরে বের করে আনা হয়। করা হয় মারধর।

মারধরের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই আগ্রার পুলিশ কমিশনার দুই পলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।