Mumbai Man: হোয়াটসঅ্যাপ মেসেজে লোভনীয় অফার! ৯ লক্ষ টাকা বিনিয়োগ করে হাত কামড়াচ্ছেন ব্যক্তি
Whatsapp Fraud: পুলিশকে তিনি জানিয়েছেন, কোনওভাবেই তিনি বিশ্বাস করেননি যে তাঁকে প্রতারিত করা হতে পারে। কারণ প্রতারক প্রতিদিন তাঁকে বিনিয়োগের স্ক্রিনশট পাঠাতো।
মুম্বই: বিনিয়োগ করতে গিয়ে সর্বস্ব খোয়ালেন মুম্বইয়ের মালাড নিবাসী ৪০ বছর বয়সী এক ব্যক্তি। বিনিয়োগ করে আকর্ষণীয় লাভ পাওয়ার আশায় ওই ব্যক্তির ৯ লক্ষ ৫৫ হাজার টাকা খোয়া গিয়েছে। জানা গিয়েছে, বিশ্বাস অর্জনের জন্য প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি ৫ হাজার টাকা বিনিয়োগের পরিবর্তে অতিরিক্ত ২৫৫ টাকা ফেরত দিয়েছিলেন। এই বিপুল লাভে প্রলুব্ধ হয়ে ৯ লক্ষ ৫৫ হাজার টাকা বিনিয়োগ করেন ওই ব্যক্তি। এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করার পর থেকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মালাড পুলিশে কাছে অভিযোগে প্রতারণার শিকার হওয়া ব্যক্তি জানিয়েছেন, তিনি সেলসম্যানের চাকরি করেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ৩ টি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর কাছে মেসেজ এসেছিল এবং সেখানে তাঁকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতারকের কথায় অনুপ্রাণিত হয়ে অতিরিক্ত লাভের আশায় টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে ৫ হাজার টাকা বিনিয়োগ করে ২৫৫ টাকা সুদ পাওয়ার পর আরও বেশি লাভবান হওয়ার লক্ষ্যে তিনি বাকি টাকা বিনিয়োগ করেছিলেন। সেই সময় তিনি আন্দাজ করতে পারেননি, তাঁকে ফাঁসাতেই প্রতারকরা ফাঁদ পেতেছে।
পুলিশকে তিনি জানিয়েছেন, কোনওভাবেই তিনি বিশ্বাস করেননি যে তাঁকে প্রতারিত করা হতে পারে। কারণ প্রতারক প্রতিদিন তাঁকে বিনিয়োগের স্ক্রিনশট পাঠাতো। প্রতারক ওই ব্যক্তিকে জানিয়েছিলেন, বিনিয়োগের সঙ্গে সঙ্গে সব টাকা তুলে নেওয়া সম্ভব নয়। কয়েকমাসের মধ্যে মোট ১৯ বার তিনি ৯ লক্ষ ৫৫ হাজার টাকা বিনিয়োগ করেন। পরবর্তীকালে টাকার প্রয়োজন হওয়ায় তিনি যখন টাকা তোলার চেষ্টা করেছিলেন, তখন কোনওভাবেই প্রতারকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষেমেশ ওই ব্যক্তি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার। এরপরই থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অভিযোগ পেয়ে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।