Modi Speech In Independence Day : দেশে কবে চালু হচ্ছে 5G? স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মোদীর, কণ্ঠে ডিজিটাল ইন্ডিয়ার জয় জয়কার
Modi Speech In Independence Day : দেশে শীঘ্রই চালু হবে 5G মোবাইল পরিষেবা। এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
নয়া দিল্লি : স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি আজ। আর এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীর জন্য বড় উপহারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন জানিয়েছেন, দেশে খুব শীঘ্রই 5G মোবাইল পরিষেবা চালু হবে। মোদীর আরও সংযোজন, ‘মেড-ইন-ইন্ডিয়া’ টেকনোলজি নতুন ভারতের সব বাধা দূরে সরিয়ে দেবে। তিনি জানিয়েছেন, ভারতের প্রযুক্তি ও ডিজিটাল টেকনোলজি প্রতিটা ক্ষেত্রে সংস্কার নিয়ে আসবে।
মোদী লালকেল্লা থেকে এদিন বলেছেন, ‘ভারতের প্রযুক্তি এখানে! 5G, অর্ধপরিবাহী তৈরি ও গ্রামে অপটিক্যাল ফাইবার কেবল (OFCs)। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আমরা দেশের তৃণমূল স্তরে বিপ্লব এনেছি।’ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, অর্ধপরিবাহীর উৎপাদন, 5G নেটওয়ার্ক ও অপটিক্য়াল ফাইবার নেটওয়ার্কের ফলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও সাধারণ মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তাঁর সংযোজন, ‘ভারতের শিল্পক্ষেত্রে উন্নতি তৃণমূল স্তর থেকে আসবে। আমাদের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি (MSMEs) ব্যবসা, রাস্তার বিক্রেতা ও সংগঠিত ক্ষেত্রের কর্মীদের ক্ষমতায়ন করতে হবে।’ এসবের পাশাপাশি তিনি এদিন সর্বশক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথও নিয়েছেন। তিনি বলেছেন, ‘গত আট বছরে ২ লক্ষ কোটি টাকার কালো টাকা উদ্ধার করতে আধার, ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (DBT) ও মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে।’
প্রসঙ্গত, দেশে 5G পরিষেবা চালু করার জন্য এয়ারওয়েভসের নিলাম হয়ে গিয়েছে। দেশে প্রধানত অম্বানির হাত ধরেই গোটা দেশে 5G পরিষেবা আসতে চলেছে। ৭০০ মেগাহার্ৎজের ব্যান্ড সহ একাধিক ব্যান্ড দখল করেছে জিও। এছাড়াও রয়েছে এয়ারটেলও। 5G পরিষেবা দেশে শুরু করার বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এয়ারটেলের সিইও গোপাল ভিত্তল জানিয়েছেন, অগস্টেই ভারতে 5G পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল। দেশে 5G পরিষেবার অপেক্ষায় গোটা দেশবাসী। প্রাথমিকভাবে দেশের ১৩ টি বড় শহরে এই পরিষেবা চালু হতে পারে। সেই তালিকায় রয়েছে, আহমেদাবাদ, গান্ধীনগর, বেঙ্গালুরু, চণ্ডীগঢ়, হায়দরাবাদ, চেন্নাই, গুরুগ্রাম, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই ও পুনে। ২০২৪ সালের মধ্যে গোটা দেশে এয়ারটেল 5G পরিষেবা নিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।