ভারত থেকে ট্রেনে চেপে সোজা চলে যাবেন এই প্রতিবেশী দেশে! বাংলাদেশ-পাকিস্তান নয়
Railway: ৬৯.০৪ কিলোমিটার দীর্ঘ হবে এই রেলপথ। এই রেলপথে ৬টি নতুন স্টেশন তৈরি করা হবে।

অসম: ভারতের রেল নেটওয়ার্ক হার মানিয়ে দেয় অনেক দেশকেই। শুধু দেশের অন্দরে নয়, আন্তর্জাতিক রেল নেটওয়ার্কও রয়েছে ভারতের। বর্তমানে ভারতের বাইরে ট্রেনে চেপে আরও দুটি দেশে যাওয়া যায়- বাংলাদেশ ও পাকিস্তান। তবে এবার ভারতের গা ঘেঁষে থাকা আরও এক দেশে পৌঁছে যাওয়া যাবে ট্রেনে চেপেই।
ভুটান ভারতের ঠিক পাশেই অবস্থিত। ভারতীয়দের ছুটি কাটানোর অন্যতম ঠিকানা এই দেশ। হিমালয়ের কোলে থাকা সেই ভুটানে এবার যাওয়া যাবে ট্রেনে। সেই পরিকল্পনা করছে রেল। অসমের কোকরাঝাড় জেলাকে ভুটানের গেলফু শহরের সঙ্গে যুক্ত করবে রেল লাইন। একবার এই রেল যোগাযোগ স্থাপন হয়ে গেলে, ভারত থেকে ভুটানে যাতায়াত করা মানুষের পক্ষে সহজ হয়ে যাবে।
৬৯.০৪ কিলোমিটার দীর্ঘ হবে এই রেলপথ। এই রেলপথে ৬টি নতুন স্টেশন তৈরি করা হবে। স্টেশনগুলি হল বালাজান, গরুভাষা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি এবং গেলফু। এর পাশাপাশি ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু, একটি ওভারব্রিজ, ৩৯টি আন্ডারব্রিজ এবং ১১ মিটার দৈর্ঘ্যের দুটি সেতুও নির্মাণ করা হবে। ফলে যাত্রীরা অনেক সুবিধা পাবেন।
এই রেল যোগাযোগ ভারত ও ভুটানের মধ্যে পর্যটনের প্রসার ঘটাবে বলে মনে করা হচ্ছে। যদিও ভারতীয়দের ভুটান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয় না, তবে রেলপথ নির্মাণের পরে, ভারতীয়দের জন্য ভ্রমণ আরও সহজ হয়ে উঠবে।





