AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital Arrest: বিশ্ববিদ্যালয় উপাচার্যের ‘পকেট কাটল’ প্রতারক, ED পরিচয়ে করল ‘গ্রেফতার’

Digital Arrest: কিন্তু বেশ কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে পুলিশে দ্বারস্থ হন ওই উপাচার্য। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গত সপ্তাহেই গুজরাটের ভাবনগর থেকে দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ।

Digital Arrest: বিশ্ববিদ্যালয় উপাচার্যের 'পকেট কাটল' প্রতারক, ED পরিচয়ে করল 'গ্রেফতার'
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 13, 2025 | 2:51 PM
Share

ভুবনেশ্বর: ‘আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে’, ফোন তুলে এই কথা শুনতেই দফায় দফায় ১৪ লক্ষ টাকা খোয়ালেন ওড়িশার বারহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গীতাঞ্জলি দাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইডি অফিসার পরিচয়ে উপাচার্যকে ফোন করেছিলেন দুই সাইবার প্রতারক। তারপর তাঁর বিরুদ্ধে ফোনেই জারি করে ডিজিটাল অ্যারেস্ট ‘ওয়ারেন্ট’। দুই প্রতারক উপাচার্যকে বলেন, ‘আপনাকে আর্থিক তছররূপের অভিযোগে ডিজিটাল গ্রেফতার করা হচ্ছে। আগামী এক সপ্তাহ আপনাকে ডিজিটালি আটকে রাখা হবে।’

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের ১৪ থেকে ২২ তারিখ পর্যন্ত ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল উপাচার্যকে। আর এই ফাঁকেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করেছে ওই দুই প্রতারক। হাতিয়ে নিয়েছে ১৪ লক্ষ টাকা। যার মধ্যে প্রথম ধাপে ৮০ হাজার টাকা ফেরত দিয়ে, বাকি টাকাও শীঘ্রই ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও উপাচার্যকে দিয়েছেন তারা।

কিন্তু বেশ কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে পুলিশে দ্বারস্থ হন ওই উপাচার্য। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গত সপ্তাহেই গুজরাটের ভাবনগর থেকে দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। বিগত কয়েক মাস ধরেই সাইবার প্রতারকদের হাতিয়ার হয়েছে এই ‘ডিজিটাল অ্যারেস্ট’। ইতিমধ্যে তদন্তে নেমে এই প্রতারণা ফাঁদের দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে কলকাতার সাইবার অপরাধ দমনকারী শাখা।

তাদের সূত্রেই জানা গিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৮০ কোটি টাকার প্রতারণা ঘটে গিয়েছে এই ডিজিটাল অ্যারেস্টের অছিলায়। কিন্তু সেই মাস্টারমাইন্ড গ্রেফতারের পরেও বিচ্ছিন্ন ভাবে বেশ কিছু গোষ্ঠী প্রতারণা ফাঁদ পেতেই চলেছে।