AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024 Prediction: আসন্ন লোকসভা নির্বাচনের ফল কী হবে? ভবিষ্যদ্বাণী পিকে-র

PK's Prediction: আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করলেও নীতীশ কুমার সম্পর্কে পিকে-র মন্তব্য, "তিনি (নীতীশ কুমার) তাঁর জীবনের শেষ ইনিংস খেলছেন।" লোকসভা নির্বাচনের পাশাপাশি বিহারের বিধানসভা নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করেন প্রশান্ত কিশোর।

Lok Sabha Election 2024 Prediction: আসন্ন লোকসভা নির্বাচনের ফল কী হবে? ভবিষ্যদ্বাণী পিকে-র
প্রশান্ত কিশোর। ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Jan 29, 2024 | 6:17 PM
Share

বেগুসরাই: দেড় বছরের মধ্যেই মহাগঠবন্ধন ছেড়ে NDA-তে ফিরে গিয়েছেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার। রবিবার সকালে সরকার ভেঙে বিকালে বিজেপির সঙ্গে বিহারে নতুন সরকারও গঠন করেন তিনি। যার প্রেক্ষিতে রবিবারই নীতীশ কুমারের রাজনৈতিক কেরিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত কিশোর। এবার আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ-র ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী (PK)।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। তিনি বলেন, আসন্ন লোকসভা বিজেপি নেতৃত্বাধীন জোট ‘ক্লিন সুইপ’ করবে। অর্থাৎ এনডিএ পুনরায় ক্ষমতায় ফিরবে বলেই মনে করেন পিকে।

আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করলেও নীতীশ কুমার সম্পর্কে পিকে-র মন্তব্য, “তিনি (নীতীশ কুমার) তাঁর জীবনের শেষ ইনিংস খেলছেন।” লোকসভা নির্বাচনের পাশাপাশি বিহারের বিধানসভা নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করেন প্রশান্ত কিশোর। তিনি জেডি(ইউ) প্রধানকে ‘ধূর্ত’ তকমা দিয়ে বলেন, “নীতীশ কুমার আগামী বিধানসভা নির্বাচনে ২০টির বেশি আসন পাবেন না, সেটা যে জোটের সঙ্গেই লড়াই করুন।” তাঁর এই ভবিষ্যদ্বাণী ভুল হবে না দাবি জানিয়ে পিকে-র বিস্ফোরক মন্তব্য, “যদিও ২০টির বেশি আসন পান, তাহলে আমি আমার কাজ ছেড়ে দেব।”

প্রসঙ্গত, দিন কয়েক আগেও ইন্ডিয়া জোটে নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত কিশোর। তাঁর সেই ভবিষ্যদ্বাণী ভুল হয়নি। একেবারে মহাগঠবন্ধন ছেড়ে এনডিএ-তে যোগদান করেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট মিলিয়ে পুরানো সরকার ফেলে দিয়ে ১২ ঘণ্টার মধ্যেই নতুন সরকার গড়েন। তারপরই তাঁর সম্পর্কে আরও একটি ভবিষ্যদ্বাণী করেছেন ভোটকুশলী। তিনি বলেন, “এই জোট বিধানসভা ভোট পর্যন্ত স্থায়ী হবে না। লোকসভা ভোটের কয়েক মাস পরই এটা ভেঙে যেতে পারে।” নীতীশ কুমারের বারবার জোট বদল প্রসঙ্গে তাঁকে যেমন ‘পাল্টিকুমার’ বলেছেন, তেমনই কয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত বদল নিয়ে বিজেপিকেও কটাক্ষ করেছেন পিকে। তবে ইন্ডিয়া জোটকে শেষ করার জন্যই বিজেপির এই পদক্ষেপ বলেও জানান তিনি। তবে পুনরায় পাল্টুরাম নীতীশ কুমারকে দলে ফেরানোর ফল বিজেপির জন্য ভাল হবে না, বরং বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি একা লড়লে ভাল জয় পাবে বলে মনে করেন পিকে।