AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ক্রমশ বীভৎস আকার নিচ্ছে দেশের করোনা সংক্রমণ। এই অবস্থায় গত বছরের স্মৃতি ফিরিয়ে ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৮ টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 20, 2021 | 8:53 PM
Share

নয়া দিল্লি: ক্রমশ বীভৎস আকার নিচ্ছে দেশের করোনা সংক্রমণ। এই অবস্থায় গত বছরের স্মৃতি ফিরিয়ে ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ঠিক ৮ টা বেজে ৪৫ মিনিটে তিনি ভাষণ দেবেন বলে জানা যাচ্ছে। দেশজুড়ে ফের লকডাউনের পরিস্থিতি হবে  কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে এই ভাষণের আগে।

যদিও দিনকয়েক আগেই কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছিল যে, কেন্দ্রীয় সরকার এখনও লকডাউনের কথা ভাবছে না। কেননা নতুন করে লকডাউনের ধাক্কা অর্থনীতি সহ্য় করতে পারবে না। কিন্তু তখনও দেশে করোনার দ্বিতীয় ঢেউ এত মারাত্মক আকার ধারণ করেনি গত দুই বা তিনদিনে হয়েছে। একাধিক রাজ্য লকডাউন, জনতা কার্ফু এবং ১৪৪ ধারার মতো পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী নিজেও এ দিন দু’দফায় বিশিষ্ট চিকিৎসক এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে।

সবিস্তারে আসছে…