Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Slapping therapy: কম্বলবাবার একটা চড় খেলেই নাকি সেরে যায় রোগ, কীভাবে বুজরুকি চলছে দেখুন ভিডিয়োয়

Slapping therapy: জানা গিয়েছে, এই ব্যক্তি গুজরাটের বাসিন্দা। তবে বর্তমানে রয়েছেন রাজস্থানের রাজসমন্দ জেলাতে। সেখানে একটি ক্যাম্পও খুলে ফেলেছেন তিনি। তাঁর ভক্তদের দাবি, বহু লোকের অনেক কঠিন অসুখ তিনি চড় মেরে ঠিক করে দেন। গুজরাটেও তিনি ক্যাম্প করেছেন।

Slapping therapy: কম্বলবাবার একটা চড় খেলেই নাকি সেরে যায় রোগ, কীভাবে বুজরুকি চলছে দেখুন ভিডিয়োয়
কম্বলবাবার থাপ্পড়Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 8:45 AM

রাজস্থান: ভারত এমন একটি দেশ যেখানে মানুষের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগায় একদল প্রতারক। যারা নিরীহ মানুষদের বোকা বানিয়ে টাকা রোজগার করে। এই ধরনের অনেক ভণ্ড সাধু রয়েছেন। তবে সম্প্রতি এক ‘কম্বল বাবার’ নামে খুব চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি নাকি এক থাপ্পড়ে সারিয়ে ফেলতে পারেন কঠিন অসুখ। আর কিছু সাধারণ মানুষ সেই কথা বিশ্বাস করে ভিড় করছেন তাঁর কাছে। সোশ্যাল মিডিয়ায় এই ‘কম্বল বাবার’ ভিডিয়ো ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, এই ব্যক্তি গুজরাটের বাসিন্দা। তবে বর্তমানে রয়েছেন রাজস্থানের রাজসমন্দ জেলাতে। সেখানে একটি ক্যাম্পও খুলে ফেলেছেন তিনি। তাঁর ভক্তদের দাবি, বহু লোকের অনেক কঠিন অসুখ তিনি চড় মেরে ঠিক করে দেন। গুজরাটেও তিনি ক্যাম্প করেছেন।

View this post on Instagram

A post shared by Suresh Kumar (@sureshkvlog)

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তি যিনি কথা বলতে পারেন না (কম্বল বাবার দাবি) তিনি এসেছেন ওই সাধুর কাছে। তারপর ব্যক্তির গালে সপাটে চড় বসালেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ব্যক্তিটি ‘মা’-‘মা’ বলে কথাও বলছেন। তবে জানা যায়নি, যে ব্যক্তি নিজের রোগ সারাতে এসেছেন তিনি সত্যি-সত্যিই কথা বলতে পারতেন কি না।