AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Research: ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার রোধ করতে পারে মাইক্রো-আরএনএ, বলছে পতঞ্জলির গবেষণা

Patanjali Research: সেরে উঠলেও ফের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এবং অন্য ক্যান্সারের তুলনায় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুর হার বেশি। গবেষণায় দেখা গিয়েছে, মাইক্রো-আরএনএ ক্যান্সার কোষের বিস্তার রোধ করে এবং স্বাভাবিক কোষগুলিকে সুস্থ রাখে।

Patanjali Research: ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার রোধ করতে পারে মাইক্রো-আরএনএ, বলছে পতঞ্জলির গবেষণা
ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার রোধ করতে পারে মাইক্রো-আরএনএImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 25, 2025 | 6:57 PM
Share

নয়াদিল্লি: শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। জানার পর মুষড়ে পড়েন অনেক রোগীর পরিবার। আবার সেই ক্যান্সার যদি ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার (TNBC) হয়, তাহলে আরও দুশ্চিন্তার। কারণ অন্য স্তন ক্যান্সারের চেয়ে খুব দ্রুত এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে টিএনবিসি। তবে টিএনবিসি প্রতিরোধে আশার আলো দেখাল পতঞ্জলির গবেষণা। তাদের গবেষণা বলছে, টিএনবিসিতে মেটাস্ট্যাসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাইক্রো-আরএনএ ।

পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউট ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সারের ক্ষেত্রে মাইক্রো-আরএনএ’র ভূমিকা নিয়ে গবেষণা করেছে। গবেষণায় বলা হয়েছে, টিএনবিসিতে মেটাস্ট্যাসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাইক্রো-আরএনএ। কিছু মাইক্রো-আরএনএ ক্যান্সার টিউমার রোধে কাজ করে।

পতঞ্জলির গবেষণায় বলা হয়েছে, মাইক্রো-আরএনএ-ভিত্তিক চিকিৎসার জন্য কার্যকর পদ্ধতির প্রয়োজন। ন্যানো পার্টিকেল-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মাইক্রো-আরএনএগুলিকে টিএনবিসি কোষে পৌঁছে দেওয়া যেতে পারে। যা এর বৃদ্ধির হার কমাতে পারে।

ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার কী?

নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি স্তন ক্যান্সার। তবে অন্য স্তন ক্যান্সারের চেয়ে বিপজ্জনক। টিএনবিসি-র ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এবং HER2 রিসেপ্টর থাকে না। এই ক্যান্সারের হিস্টোলজিক্যাল গ্রেড বেশি। সেরে ওঠলেও ফের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং অন্য ক্যান্সারের তুলনায় মৃত্যুর হার বেশি।

গবেষণায় দেখা গিয়েছে, মাইক্রো-আরএনএ ক্যান্সার কোষের বিস্তার রোধ করে এবং স্বাভাবিক কোষগুলিকে সুস্থ রাখে। তবে TNBC-তে মাইক্রো-RNA’র ভূমিকা খতিয়ে দেখতে ও চিকিৎসায় প্রয়োগমূলক ক্ষমতা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। তখনই বোঝা যাবে এই ক্যান্সারের উপর মাইক্রো-RNA কতটা কার্যকর এবং কীভাবে ব্যবহার করা যাবে।