দেশের অক্সিজেন সঙ্কট মেটাতে মাঠে নামছে সুপ্রিম কোর্টের টাস্ক ফোর্স
অক্সিজেনের সঠিক সরবরাহ ও কৌশল ঠিক করতে টাস্ক ফোর্স গড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো টাস্ক ফোর্স তৈরি করল কেন্দ্রীয় সরকার।
নয়া দিল্লি: দেশের করোনা (COVID) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভেঙে দিয়েছে স্বাস্থ্য পরিকাঠামো। একাধিক রাজ্যে অক্সিজেনের পর্যাপ্ত জোগান নেই। অক্সিজেনের অভাবে তাই লাগাতার রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীতে। প্রাণবায়ুর অভাবে রোগী মৃত্যু হয়েছে পঞ্জাবেও। এই পরিস্থিতিতে অক্সিজেনের সঠিক সরবরাহ ও কৌশল ঠিক করতে টাস্ক ফোর্স গড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো টাস্ক ফোর্স তৈরি করল কেন্দ্রীয় সরকার।
এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন এই টাস্ক ফোর্সে?
১. ডঃ ভবতোষ বিশ্বাস (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রাক্তন ভাইস চ্যান্সেলর)
২. ডঃ দেবেন্দ্র সিং রানা (স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারপার্সন)
৩. ডঃ দেবি প্রসাট শেট্টি (নারায়না হেলথকেয়ার বেঙ্গালুরুর চেয়ারপার্সন ও এগজিকিউটিভ মেম্বার)
৪. ডঃ গগনদীপ কং (ভেলোরের সিএমসির অধ্যাপক)
৫. ডঃ জেভি পিটার (ভেলোরের সিএমসির ডিরেক্টর)
৬. ডঃ নরেশ ত্রেহান (মেদান্ত হাসপাতাল অ্যান্ট হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্স ও ম্যানেজিং ডিরেক্টর)
৭. ডঃ রাহুল পন্ডিত (ফর্টিস হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ও আইসিইউর ডিরেক্টর)
৮.ডঃ সৌমিত্র রাওয়ার (স্যার গঙ্গারাম হাসপাতালের সার্জিক্যাল ও লিভার ট্র্যান্সপ্ল্যান্ট ডিপার্টমেন্টের প্রধান)
৯. ডঃ শিব কুমার সোরেন (দিল্লি আইএনবিএস হাসপাতালের হেপাটলজি ডিপার্টমেন্টের প্রধান)
১০. ডঃ জারির এফ উদাইদা (হিন্দুজা হাসপাতাল, ব্রিচ কেন্ডি হাসপাতালের চিকিৎসক)
১১. স্বাস্থ্য মন্ত্রকের সচিব
১২.কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিব।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।
আরও পড়ুন: ‘প্রয়োজন ছাড়া গ্রেফতার নয়’, ‘প্যারোল বাড়ানো হোক বন্দিদের’, কোভিড নিয়ন্ত্রণে নির্দেশ সুপ্রিম কোর্টের