AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রয়োজন ছাড়া গ্রেফতার নয়’, ‘প্যারোল বাড়ানো হোক বন্দিদের’, কোভিড নিয়ন্ত্রণে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্যারোলে যারা মুক্ত, তাদের প্যারোলের সময় আরও বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

'প্রয়োজন ছাড়া গ্রেফতার নয়', 'প্যারোল বাড়ানো হোক বন্দিদের', কোভিড নিয়ন্ত্রণে নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের কাছে কড়া ভাষায় ধমক খেল উত্তরপ্রদেশ পুলিশ
| Updated on: May 08, 2021 | 5:00 PM
Share

নয়া দিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রত্যেকদিন। বাদ যাচ্ছে না দেশের কারাগারগুলিও। যেহেতু জেলগুলিতে কম জায়গার মধ্যেই অপেক্ষাকৃত বেশি মানুষের বসবাস, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। তিহার-সহ (Tihar Jail) দেশের একাধিক জেলে এই ছবি। এই অবস্থায় জেলগুলিতে বন্দিদের সংখ্যা অবিলম্বে কমানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শনিবারই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিশেষ কমিটি যে সব বন্দিকে জামিন দেওয়ার কথা জানিয়েছিল, তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। সংক্রমণ রুখতে শনিবার এমনটাই নির্দেশ দিয়েছে, প্রধান বিচারপতি এনভি রামণ, বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট জানিয়েছে আদালতের নির্দেশে যে সব বন্দি প্যারোলে মুক্ত, তাঁদের যাতে আরও ৯০ দিনের প্যারোল দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলেই জানানো হয়েছে।

দেশ জুড়ে কারাগারগুলিতে মোট বন্দির সংখ্যা ৪ লক্ষ। এর মধ্যে বেশ কিছু জেলে জায়গার তুলনায় বন্দি সংখ্যা অতিরিক্ত। এ দিন বিচারপতিরা বলেন, বন্দিদের ও পুলিশকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কারাগারগুলিতে ভিড় কমানো উচিত। শনিবার ১৪ পাতার ওই নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বহু বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছিল। ২০২১-এ তাদের আবার জেলে ফিরিয়ে আনা হয়। ওই সব বন্দিকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজন ছাড়া যাতে গ্রেফতার না করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে এ দিন।

গ্রেফতারির সংখ্যা কমিয়ে ও বন্দিদের চিকিৎসার ব্যবস্থা করে অতিমারী নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে অনেক সময় বন্দিরা জেল থেকে বেরতে নারাজ হন, সে কথাও এ দিন মনে করিয়ে দিয়েছে আদালত। সামাজিক পরিস্থিতির কথা ভেবে ও সংক্রমণের ভয়ে অনেকেই জেল থেকে বেরতে চাইবেন না বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। তাই তাদের ক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা করা, নিয়মিত টেস্ট করানোর ক্ষেত্রে কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছে আদালত।

আরও পড়ুন: ‘রিপোর্ট নেগেটিভ হলেও ভর্তি করা যাবে কোভিড হাসপাতালে’, নিয়ম বদলে বড় ঘোষণা কেন্দ্রের

এ দিকে দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত. গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮  লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।  এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।