Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case in SC: শীর্ষ আদালতেই ধাক্কা, খারিজ হয়ে গেল তিলোত্তমার মা-বাবার আর্জি

Supreme Court: আরজিকর কাণ্ডের দ্রুত শুনানির জন্য পুনর্তদন্তের দাবি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ১৭ মার্চ মামলার শুনানি হবে।  

RG Kar Case in SC: শীর্ষ আদালতেই ধাক্কা, খারিজ হয়ে গেল তিলোত্তমার মা-বাবার আর্জি
সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা-মার আর্জিতে মান্যতাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 07, 2025 | 12:51 PM

নয়া দিল্লি: আরজি কর মামলায় ধাক্কা। তিলোত্তমার মা-বাবার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডের দ্রুত শুনানির জন্য পুনর্তদন্তের দাবি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ১৭ মার্চ মামলার শুনানি হবে।

এর আগেই সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার মা-বাবা। তদন্তের ধরন ও গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁদের দাবি, একা সঞ্জয় রায় নয়, তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। পুনরায় তদন্তের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাঁরা। তিলোত্তমার পরিবারের হয়ে আইনজীবী করুণা নন্দী শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর্জি দাখিল করেছিলেন।

এ দিন আইনজীবী করুণা নন্দী বলেন, “সিবিআই তদন্তের উপর কোন রকম নজরদারি নেই। দু’জন অভিযুক্ত ইতিমধ্যেই ডিফল্ট জামিন (default bail) পেয়ে গিয়েছেন। হয় সুপ্রিম কোর্ট জরুরি শুনানি করুক অথবা হাইকোর্টকে শুনানির নির্দেশ দিন।”

কিন্তু এখনই জরুরি শুনানির প্রয়োজন নেই বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি। খারিজ করে দেওয়া হয় আবেদন।

প্রসঙ্গত, এর আগেও গত ২৯ জানুয়ারি তিলোত্তমার পরিবারের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর পর্যবেক্ষণ ছিল, নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। তা নিয়ে যদি এখনই  শুনানি হয়, তার যথেষ্ট প্রভাব থাকবে, কারণ বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর। এর প্রভাবও দীর্ঘমেয়াদী হতে পারে।

প্রধান বিচারপতি সে দিন জানিয়েছিলেন, যেহেতু শিয়ালদহ কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে, তাই তারা এখনই এই বিষয়টি শুনবেন না। এই আবেদন প্রত্যাহারের নির্দেশ দেন আইনজীবী করুণা নন্দীকে।