AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on Waqf: ‘ট্রাইবুনালে যান…’, সিব্বলের ‘ওয়াকফ-আপত্তি’ শুনল না সুপ্রিম কোর্ট

Supreme Court Declines Waqf Registration: সাধারণ ভাবে কোনও ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করতে গেলে সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে সকল তথ্য় তুলতে কেন্দ্রীয় পোর্টাল উমিদে। চলতি বছরেই এই নতুন ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিকেই সমন্বয়ের মাধ্যমে তাতে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছিল তাঁরা।

Supreme Court on Waqf: 'ট্রাইবুনালে যান...', সিব্বলের 'ওয়াকফ-আপত্তি' শুনল না সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টImage Credit: X
| Updated on: Dec 02, 2025 | 10:31 AM
Share

নয়াদিল্লি: ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের জন্য বাড়তি সময় দিতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। সোমবার ওয়াকফ নিয়ে শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসিহার ডিভিশন বেঞ্চে। শুনানি পর্বেই সেই বাড়তি সময় দেওয়ার আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সাধারণভাবে কোনও ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করতে গেলে সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে সকল তথ্য তুলতে হবে কেন্দ্রীয় পোর্টাল উমিদে। চলতি বছরেই এই নতুন ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিকেই সমন্বয়ের মাধ্যমে তাতে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছিল তাঁরা।

এদিন শুনানিপর্বে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘৮ই এপ্রিল ওয়াকফ সংশোধনী কার্যকর হয়েছে। তারপর ৬ই জুন নতুন পোর্টাল তৈরি হয়েছে। এরপর তথ্য আপলোডের জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছে। কিন্তু এত কম সময়ে ১০০, দেড়শো বছর পুরনো সম্পত্তির তথ্য গুছিয়ে ওঠা কি সম্ভব?’ এছাড়াও সংশ্লিষ্ট পোর্টালে একাধিক যান্ত্রিক সমস্যা রয়েছে বলেও দাবি করেন আইনজীবী। তাঁর কথায়, ‘সঠিকভাবে কাজ করতে গেলে একটু বাড়তি সময় প্রয়োজন।’

তবে মামলাকারীর আইনজীবীর যুক্তি শোনার পরেও সময় বাড়াতে রাজি হয়নি শীর্ষ আদালত। বরং ওয়াকফ নথিভু্ক্তকরণ মামলার ক্ষেত্রে ট্রাইবুনালে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। একই পরামর্শ কেন্দ্রের পক্ষে উপস্থিত থাকা সলিসিটর জেনারেল তুষার মেহতারও। এদিন বিচারপতিরা বলেন, ‘সলিসিটরের কথা অনুযায়ী, এটা স্পষ্ট যে ছয় মাস যদি আপনাদের অল্প সময় মনে হয়, তা হলে আপনারা ট্রাইবুনালের দ্বারস্থ হন।’

বদলে গিয়েছে ওয়াকফের বেঞ্চ। অবসরগ্রহণের পর্যন্ত ওয়াকফ মামলার দায়িত্ব ছিল ৫২ তম প্রধান বিচারপতি বিআর গবাইয়ের কাঁধে। শেষ শুনানিও তিনি করেছিলেন। নয়া ওয়াকফ সংশোধনী নিয়ে তৈরি হওয়া বিতর্কেও আংশিক স্থগিতাদেশ চাপিয়েছিলেন গবাই।