TCS-র এ কী হাল! ৪২২ টাকা বেতন বাড়ল কর্মীর, তাও ৬ মাস দেরিতে…

TCS Increment: কম বেতনের পরও টিসিএসে থেকে যাওয়ার সিদ্ধান্তের জন্য ওই কর্মী নিজেকেই দুষেছেন। তিনি লেখেন, "এটা আমার দোষ, আমি চার বছর থেকে যাওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি আইটি-তে বিষাক্ত লুপহোলে আটকে পড়েছেন বলে মনে হয়, তাহলে এটা ওয়েক-আপ কল"।    

TCS-র এ কী হাল! ৪২২ টাকা বেতন বাড়ল কর্মীর, তাও ৬ মাস দেরিতে...
ফাইল চিত্র।Image Credit source: X

|

Nov 05, 2025 | 6:10 PM

নয়া দিল্লি: ফের চর্চায় টাটা কনসালটেন্সি সার্ভিস (TATA Consultancy Service)। এবার কর্মী ছাঁটাই বা নিয়োগ বন্ধ নয়, টিসিএসের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে শোরগোল। টিসিএসের এক কর্মী সোশ্যাল মাধ্যমে ক্ষোভ উগরে লিখেছেন যে মাত্র ৪২২ টাকা ইনক্রিমেন্ট (Increment) হয়েছে। যে সংস্থায় ৪ বছর ধরে কাজ করছেন, সেখানে এমন বেতন বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ-দুঃখ উগরে দিয়েছেন।

রেডিটে নিজের ২০২৪-২০২৫ সালের অ্যাপ্রেইজাল লেটারের ছবি পোস্ট করে ওই টিসিএসের কর্মী লিখেছেন, ৪ বছর কাজ করার পর টিসিএস আমার ৪২২ টাকা বেতন বৃদ্ধি করেছে। খারাপ পরিবেশ, অত্যন্ত কম বেতন- আমি ভেঙে পড়তে বাধ্য হলাম।

কম বেতনের পরও টিসিএসে থেকে যাওয়ার সিদ্ধান্তের জন্য ওই কর্মী নিজেকেই দুষেছেন। তিনি লেখেন, “এটা আমার দোষ, আমি চার বছর থেকে যাওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি আইটি-তে বিষাক্ত লুপহোলে আটকে পড়েছেন বলে মনে হয়, তাহলে এটা ওয়েক-আপ কল”।

টিসিএসের ওই কর্মীর দাবি, প্রথম দুই বছর একটি সাপোর্ট প্রজেক্টে কাজ করছিলেন। সেই প্রজেক্টকে ‘টক্সিক’ বলেই উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ওই প্রজেক্টে ম্যানেজাররা কর্মীদের উপরে চিৎকার করতেন। বহু চেষ্টা করে, বহু ম্যানেজমেন্ট লেভেলের মধ্যে দিয়ে গিয়ে প্রজেক্ট পরিবর্তন করেছিলেন। এর জন্য তাঁকে খুব অপমানও করা হয়েছিল।

পরের দুই বছর ডেভেলপমেন্ট রোলে কাজ করেছিলেন। সেখানে কিছু শেখার সুযোগ হলেও, খুব যে খুশি হয়েছিলেন, তা নয়। ২০২৫ সালের ইনক্রিমেন্ট সবথেকে বড় ধাক্কা ছিল। মাত্র ৪২২ টাকা বেতন বেড়েছে, তাও আবার ৬ মাস দেরি করে। এত পরিশ্রম করেও, কোনও রিওয়ার্ড বা পুরস্কার পাননি।

এই নিয়ে দুঃখ প্রকাশ করে টিসিএসের কর্মী লিখেছেন যে নিজেদের মূল্য বুঝুন, শেখা কখনও বন্ধ করবেন না এবং প্রয়োজন হলে বেরিয়ে যান।