Terror Attack: ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গি হামলায় শহিদ দুই পুলিশ কর্মী

Terror Attack: জঙ্গি হামলায় আহত হন দুই পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

Terror Attack: ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গি হামলায় শহিদ দুই পুলিশ কর্মী
কাশ্মীরে সতর্ক জওয়ান (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 6:23 PM

শ্রীনগর : গত কয়েক দিন ধরে শান্তই ছিল উপত্যকা। ফের একবার সন্ত্রাসের খবর এল কাশ্মীর থেকে। বেশ কয়েকজন পুলিশকর্মীকে লক্ষ্য করে হামলা হয়েছে কাশ্মীরের বান্দিপোরায়। শুক্রবারের সেই হামলার ঘটনায় জঙ্গিদের গুলিতে মৃত্য হল দুই পুলিশ কর্মীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।

জানা গিয়েছে বান্দিপোরার গুলসন চকে ওই হামলার ঘটনা ঘটেছে। আচমকাই পুলিশ কর্মীদের ওই দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মহম্মদ সুলতান ও ফয়েজ আহমেদ এই ঘটনায় গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

মাস কয়েক আগে উত্তপ্ত হয়ে উঠেছিল উপত্যকা। একের পর এক ঘটনায় প্রাণ হারান একাধিক নিরপরাধ নাগরিক।  একের পর এক ভিনরাজ্যের শ্রমিককে খুনের ঘটনাও ঘটে।

আরও পড়ুন : Kolkata Municipal Election 2021: সরকারি স্কুল হয়ে যাবে ‘স্মার্ট’, ইস্তেহারে প্রযুক্তিকে হাতিয়ার করল কংগ্রেস

হরকত ৩১৩ নামে এক জঙ্গি গোষ্ঠীর নাম উঠে আসে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, ভূস্বর্গে যে কায়দায় হামলা হয়েছে, তার নেপথ্যে রয়েছে নতুন কোনও গোষ্ঠী। গোয়েন্দারা বলছেন, এই গোষ্ঠীর নাম হরকত ৩১৩। যা আদতে ব্রিগেড ৩১৩-র নতুন সংস্করণ। এই জঙ্গি গোষ্ঠী সরাসরি হক্কানি গোষ্ঠীর সদর দফতর মিরানশাহ থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে বলে মনে করেন গোয়েন্দারা। ভারতীয় সেনাদের ব্যস্ত রেখে এ দেশে জইশের জঙ্গি ঢোকানোই হরকত ৩১৩-র উদ্দেশ্য। এমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। তবে শুক্রবারের ঘটনার পিছনে কোন গোষ্ঠীর হাত আছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : BSF Issue: ‘যাঁরা পিছনের দিকে র‌্যাঙ্ক করেন সেই আইএএসরা এ রাজ্যে আসতে রাজি হন’, ফের মমতার সমালোচনায় সুকান্ত