AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GOLD-HOUSE: সত্যিকারের ‘সোনার কেল্লা’, ভারতেই রয়েছে ২৪ ক্যারেট গোল্ডে তৈরি বাড়ি!

24 carat gold House in India: আদতে সোনার কেল্লা সোনা দিয়ে তৈরি নয়। তবে ভারতে এমন একটি বাড়ি রয়েছে, যা সোনা দিয়ে তৈরি। সোনার কেল্লা তো বলাই যায়!

GOLD-HOUSE: সত্যিকারের 'সোনার কেল্লা', ভারতেই রয়েছে ২৪ ক্যারেট গোল্ডে তৈরি বাড়ি!
Image Credit: ScreenGrab
| Updated on: Jul 02, 2025 | 10:57 PM
Share

সোনার কেল্লা। অনেকের কাছেই আবেগের দুটি শব্দ। রাজস্থানে রয়েছে এই সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের লেখা এবং সিনেমা এর আকর্ষণ বাড়িয়েছিল। আদতে সোনার কেল্লা সোনা দিয়ে তৈরি নয়। তবে ভারতে এমন একটি বাড়ি রয়েছে, যা সোনা দিয়ে তৈরি। সোনার কেল্লা তো বলাই যায়! ২৪ ক্যারেটের এই সোনার বাড়ি রয়েছে ইন্দোরে। এমনকি ইলেকট্রিক সকেটও সোনা দিয়ে তৈরি! তাক লাগিয়ে দেওয়ার মতোই বিষয়।

ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত এমনই এক বাড়ির হদিশ দিয়েছেন। ইন্দোরে রয়েছে সেই বাড়ি। আসবাব থেকে শুরু করে সবই সোনা দিয়ে তৈরি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ব্যতিক্রমী কন্টেন্টের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন প্রিয়ম। তাঁর এই ভিডিয়োটিও একইরকম চমকে দেওয়ার মতোই।

ভিডিয়োটি করার আগে বাড়ির মালিকের থেকে অনুমতিও নিয়েছেন যে ভেতরের ছবিটা দেখানো যাবে কি না। সেটিও দেখানো হয়েছে ভিডিয়োতে। অবশেষে সেই তাক লাগানো বাড়িতে প্রবেশ করেন তিনি। সঙ্গে বাড়ির মালিক ও মালকিনও ছিলেন। দরজা খুলতেই চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো বিষয়। একঝাঁক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে ১৯৩৬ মার্সিডিজও।

বাড়ির মালিক তাঁকে পুরোটা ঘুরে দেখান। চারিদিকে শুধুই সোনা। বাড়ির মালিকই জানান, পুরোটাই খাঁটি সোনা দিয়ে তৈরি। সাজানোর জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক সকেট। সব কিছুই সোনার। বিশ্বের যে কোনও জায়গাই হোক, এমনটা বিরল। বাড়িতে ১০টি বেডরুম রয়েছে।

কীভাবে এই জায়গায় পৌঁছেছেন যে সোনার বাড়ি তৈরি করেছেন? বাড়ির মালিক তাঁর অতীতও ভাগ করে নেন। ২৫জনের পরিবার ছিল, একটি পেট্রোল পাম্প। এতগুলো মানুষের জন্য তা যথেষ্ঠ ছিল না বলেই মনে হয়েছিল। সরকারি কাজের কনট্র্যাক্ট পাওয়ার চেষ্টা করেন, রাস্তা, বাড়ি, ব্রিজের কনট্র্যাক্টও পান। এমনকি ৩০০ রুমের একটি হোটেলের কাজও চলছে। সেই উপার্জন থেকেই উত্থান। সোশ্যাল মিডিয়ায় ভিউ ক্রমশ বেড়েই চলেছে। তেমনই নানা মজার কমেন্টও আসছে তাতে।