Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পয়লা তারিখেই বাড়ল টোল ট্যাক্স! কত টাকা বাড়তি গুণতে হবে?

Toll Tax: টোল ফিতে পরিবর্তন পাইকারি মূল্য সূচক-ভিত্তিক মুদ্রাস্ফীতির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হারগুলি সংশোধন করার একটি বার্ষিক অনুশীলনের অংশ। প্রতি বছর, ১ এপ্রিল থেকে বাস্তবায়িত হয় নতুন কর।

পয়লা তারিখেই বাড়ল টোল ট্যাক্স! কত টাকা বাড়তি গুণতে হবে?
Follow Us:
| Updated on: Apr 01, 2025 | 4:14 PM

নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দুঃখের খবর। বাড়তে চলেছে টোল ট্যাক্স। অর্থাৎ এবার থেকে ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচকের জন্য দিতে হবে অতিরিক্ত কর। সারা দেশ জুড়ে প্রায় ৪-৫ শতাংশ কর বৃদ্ধি করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা (NHAI)।

মঙ্গলবার থেকে দেশজুড়ে জাতীয় মহাসড়কে মোটর চালকদের জন্য সংশোধিত টোল চার্জ কার্যকর হয়েছে। মহাসড়ক মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়ে সেই খবর। NHAI সমস্ত জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের জন্য আলাদাভাবে টোল হার বৃদ্ধির বিজ্ঞপ্তি দেয়।

টোল ফিতে পরিবর্তন পাইকারি মূল্য সূচক-ভিত্তিক মুদ্রাস্ফীতির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হারগুলি সংশোধন করার একটি বার্ষিক অনুশীলনের অংশ। প্রতি বছর, ১ এপ্রিল থেকে বাস্তবায়িত হয় নতুন কর।

জাতীয় মহাসড়ক নেটওয়ার্কে প্রায় ৮৫৫টি ব্যবহারকারী ফি প্লাজা রয়েছে যার উপর জাতীয় মহাসড়ক ফি বিধিমালা, ২০০৮ অনুসারে ব্যবহারকারী ফি ধার্য করা হয়। এর মধ্যে প্রায় ৬৭৫টি সরকারি অর্থায়নে পরিচালিত ফি প্লাজা এবং ১৮০টি কনসেশনার-পরিচালিত টোল প্লাজা। নিয়মিত যাঁদের হাইওয়ে দিয়ে যাতায়াত করতে হয়, তাঁদের উপরে এই নতুন কর হার প্রভাব ফেলবে বলে খবর।