West Bengal Assembly Election 2021: বাংলায় প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৮০ শতাংশ

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটের হার ৭৯.৭৯ শতাংশ। এবং অসমে ভোট পড়ে ৭৫.০৪ শতাংশ।

West Bengal Assembly Election 2021: বাংলায় প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৮০ শতাংশ
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 11:09 AM

কলকাতা: বিক্ষিপ্ত হিংসা সারাদিনই লেগে ছিল। তবে মোটের উপর শান্তিপূর্ণভাবেই প্রথম দফার নির্বাচন শেষ হল। প্রথম দফায় পশ্চিমবঙ্গের মোট ৩০ টি আসনে, এবং ৪৭ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণ শেষে পশ্চিমবঙ্গে প্রায় ৮০ শতাংশ, এবং অসমে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটের হার ৭৯.৭৯ শতাংশ। এবং অসমে ভোট পড়ে ৭৬.৯ শতাংশ।

এ দিন রাজ্যের মোট ৩০ টি বিধানসভা আসনের ১০ হাজার ২৮৮ টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়। ভোট হয়েছিল দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে। সবমিলিয়ে প্রায় ৭৩০ কোম্পানি আধাসেনার উপস্থিতিতে বেশিরভাগ জেলায় ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু, দুই মেদিনীপুরে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। এমনকি, দক্ষিণ কাঁথির একটি বুথে ইভিএমে এক দলকে ভোট দিলে অন্য দলে ভোট চলে যাচ্ছে বলেও দাবি করেন ভোটাররা। সেই ঘটনার জেরে কিছুটা ব্যাহত হয় ভোটগ্রহণ প্রক্রিয়া।

কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল? 

কমিশন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮২.৪২ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ ভোট পড়ে। ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, বাঁকুড়ায় ৮০.০৩ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ ভোট পড়ে।

আরও পড়ুন: ‘ইন্দিরা গান্ধীও আমার মান ভাঙাতে লোক পাঠাতেন’, মমতার ফোন-ফাঁসে মন্তব্য সুব্রতর

বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের তুলনায় দুই মেদিনীপুরে ভোটারদের হার ছিল বেশি। প্রথম দফার ভোটে অংশ ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন বাংলার ১৯১ জন প্রার্থী। আগামী ১ এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সে দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই প্রত্যক্ষ করবে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। ফলে এখন সবার চোখ আটকে ১ এপ্রিলের দিকে। আগামী ২ মে জানা যাবে কে বসতে চলেছে বাংলার মসনদে।

আরও পড়ুন: ‘এটা দেউলিয়াপনার প্রকাশ’, অডিয়ো ক্লিপ বিতর্কে মমতাকে নিশানা শুভেন্দুর