Opposition Meeting: দ্বিতীয় বিরোধী বৈঠকেও অংশ নেবে তৃণমূল, ১৭ তারিখে বেঙ্গালুরু যাবেন মমতা-অভিষেক
Mamata Banerjee-Abhishek Banerjee: দলীয় সূত্রে জানা যায়, বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ১৭ তারিখেই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
কলকাতা: পটনার পর এবার বেঙ্গালুরু (Bengaluru)। বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকেও অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতবারের মতো এবারও তাঁর সঙ্গে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই কংগ্রেসের (Congress) তরফে বিরোধীদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেই ভোজেও যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী জোটের বৈঠক (Opposition Meeting)। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার উদ্যোগ নিয়েছেন। গত জুন মাসের শেষভাগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্যে পটনায় প্রথমবার বিরোধী জোটের বৈঠক বসেছিল। সেই বৈঠকে আরজেডি, জেডিইউ ছাড়াও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল। সেই বৈঠকে জোট নিয়ে কোনও রফাসূত্রে না পৌঁছতে পারায়, বিরোধী দলগুলি ফের একবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল।
প্রথমে ১২ বা ১৪ জুলাই হিমাচল প্রদেশের সিমলায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষ অবধি স্থানকাল বদলে, ১৭ জুলাই বেঙ্গালুরুতে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে পৌরহিত্যের দায়িত্ব পেয়েছে কংগ্রেস। দিন তিনেক আগেই কংগ্রেসের তরফে তৃণমূল থেকে আম আদমি পার্টি সহ মোট ২৪টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়।
এ দিন, দলীয় সূত্রে জানা যায়, বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ১৭ তারিখেই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর ২টো নাগাদ কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান তাঁদের। ওইদিন রাতেই আবার সনিয়া গান্ধী বিরোধী নেতৃত্বদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন। সেই ভোজেও সামিল হতে পারেন মমতা ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়।