খুলে গেল লালকেল্লা, কী বলছেন পর্যটকরা?
গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। এরপর থেকে বন্ধ ছিল লালকেল্লা। অবশেষে রবিবার পর্যটকদের জন্য খুলে গেল লালকেল্লা। তবে এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। হেঁটে আসতে হচ্ছে পর্যটকদের। খুলে দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেটও। ওই বিস্ফোরণের পর লালকেল্লা ঘুরতে এসে বাঙালি পর্যটকরা বললেন, নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি পর্যটকরা। কিছুটা হেঁটে আসতে হলেও খুশি তাঁরা।
গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। এরপর থেকে বন্ধ ছিল লালকেল্লা। অবশেষে রবিবার পর্যটকদের জন্য খুলে গেল লালকেল্লা। তবে এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। হেঁটে আসতে হচ্ছে পর্যটকদের। খুলে দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেটও। ওই বিস্ফোরণের পর লালকেল্লা ঘুরতে এসে বাঙালি পর্যটকরা বললেন, নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি পর্যটকরা। কিছুটা হেঁটে আসতে হলেও খুশি তাঁরা।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

