খুলে গেল লালকেল্লা, কী বলছেন পর্যটকরা?

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 17, 2025 | 9:34 AM

গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। এরপর থেকে বন্ধ ছিল লালকেল্লা। অবশেষে রবিবার পর্যটকদের জন্য খুলে গেল লালকেল্লা। তবে এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। হেঁটে আসতে হচ্ছে পর্যটকদের। খুলে দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেটও। ওই বিস্ফোরণের পর লালকেল্লা ঘুরতে এসে বাঙালি পর্যটকরা বললেন, নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি পর্যটকরা। কিছুটা হেঁটে আসতে হলেও খুশি তাঁরা। 

গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। এরপর থেকে বন্ধ ছিল লালকেল্লা। অবশেষে রবিবার পর্যটকদের জন্য খুলে গেল লালকেল্লা। তবে এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। হেঁটে আসতে হচ্ছে পর্যটকদের। খুলে দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেটও। ওই বিস্ফোরণের পর লালকেল্লা ঘুরতে এসে বাঙালি পর্যটকরা বললেন, নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি পর্যটকরা। কিছুটা হেঁটে আসতে হলেও খুশি তাঁরা।