AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: ২৩ জেলায় ২৩ জন আমলা পেলেন বিশেষ দায়িত্ব, বড় পদক্ষেপ নবান্নর

Kolkata: মূলত, এসআইআর-এর আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয় জেলা শাসকদের। সেই সময় মিটিংয়ে ভার্চুয়ালি ঢুকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, এসআইআর নিয়ে কোনও চাপ তাঁরা বরদাস্ত না করেন। উন্নয়নের কাজ যেন বহাল থাকে। এরপর ১ ডিসেম্বর মমতা সাড়ে চোদ্দ বছরের কাজের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেছিলেন।

Nabanna: ২৩ জেলায় ২৩ জন আমলা পেলেন বিশেষ দায়িত্ব, বড় পদক্ষেপ নবান্নর
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 12:14 PM
Share

কলকাতা: বড় পদক্ষেপ করল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা সহ ২৩ জেলার ২৩ আমলাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। আলাদা-আলাদা করে সচিবদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের একাধিক সামজিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।

মূলত, এসআইআর-এর আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয় জেলা শাসকদের। সূত্রের খবর, সেই সময় মিটিংয়ে ভার্চুয়ালি ঢুকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, এসআইআর নিয়ে কোনও চাপ তাঁরা বরদাস্ত না করেন। উন্নয়নের কাজ যেন বহাল থাকে। এরপর ১ ডিসেম্বর মমতা সাড়ে চোদ্দ বছরের কাজের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, এখনও পর্যন্ত এই সরকারের ৯৫ টি প্রকল্প চলছে। তার মধ্যে কয়েকটি প্রকল্প যেমন-‘বাংলা আবাস যোজন’, ‘পথশ্রী’,’রূপশ্রী’ ও’আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে কি না তা বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা।

ইতিমধ্যেই নবান্নের তরফে এই নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, প্রকল্পগুলিতে নজর দিতে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। ২৩ জন আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মূলত এই জনমুখী প্রকল্প দিয়েই মানুষের কাছে ভোটের আগে মুখ্যমন্ত্রী পৌঁছতে চাইছেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কোনও কাজের অগ্রগতি নই। আসলে ফেক ভোটার তালিকায় নাম রাখার জন্যই সরকার কাজ করছে। গতকাল ৫০ লক্ষ নাম বাদ গেছে যা শুনলাম। এখন ৭ কোটি মতো লোকের নাম আসতে চলছে। এরপর শুনানিতে ডাকবে। যাঁরা ভুলভাল ফিলাপ করেছেন তাঁদের তো শুনানি পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। দেখা যাক।”