AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Fraud in Bengal: দিন কয়েক থাকার নামে নিচ্ছে বাড়ি ভাড়া! তারপরই পাতছে ফাঁদ, রাজ্যে বড় চক্রান্তের খোলাসা পুলিশকর্তার

Cyber Fraud in Bengal: উল্লেখ্য, গত কয়েকমাস ধরে রাজ্যে সাইবার প্রতারণা যে হুড়মুড়িয়ে বেড়েছে সেই নিয়ে কোনও মতবিরোধ রাখছেন খোদ এডিজি দক্ষিণবঙ্গও। সম্প্রতি, শ'য়ে শ'য়ে পড়ুয়ার ট্যাবের টাকা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ।

Cyber Fraud in Bengal: দিন কয়েক থাকার নামে নিচ্ছে বাড়ি ভাড়া! তারপরই পাতছে ফাঁদ, রাজ্যে বড় চক্রান্তের খোলাসা পুলিশকর্তার
সাংবাদিক বৈঠক থেকে এডিজি দক্ষিণবঙ্গ
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 5:21 PM
Share

কলকাতা: এক মাসের প্রচেষ্টা। অবশেষে সাইবার নিরাপত্তায় বড় সাফল্য রাজ্যের। বীরভূম থেকে জামতাড়া গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার কর়ল রাজ্য পুলিশের সাইবার শাখা। এছাড়াও গ্রেফতার করা হয়েছে আরও ৪৬ জন সাইবার প্রতারককেও।

‘সাইবার শক্তি’ নামে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলল সাফল্য। তবে এখনই শেষ নয়। বরং আরও গ্রেফতারি যে হতে পারে, সেই ইঙ্গিতটাও সাংবাদিক বৈঠক থেকে দিয়ে দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

এদিন তিনি বলেন, ‘শতাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-সহ একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যে সাইবার প্রতারণা রুখতে চলছে অপারেশন সাইবার শক্তি। ইতিমধ্যে ৪৬ জনকে গ্রেফতার হয়েছে। তবে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে বলেই খবর।’

কোথায় ঘাঁটি গেড়েছে এই ডিজিটাল প্রতারকরা? সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ জানালেন, বঙ্গের পশ্চিমাঞ্চলকেই নিজেদের ঘাঁটি বানাচ্ছে সাইবার প্রতারকরা। আর সেখান থেকেই চলছে কোটি কোটি টাকার প্রতারণা চক্র। তাঁর কথায়, ‘জামতাড়া থেকে বঙ্গে ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে এরা আসছে। তারপর ছোট ছোট গ্যাং করে ফাঁদ পাতছে প্রতারণার। কাজ মিটলে, আবার নিজে ভূমেই ফিরে যাচ্ছে এরা।’

তাঁর আরও দাবি, ‘কখনও দিন পনেরো, কিংবা কখনও দিন সাতেকের জন্য জামতাড়া থেকে বঙ্গে এসে নির্দিষ্ট এলাকায় প্রথমে বাড়ি ভাড়া নিচ্ছে তারা। তারপর সেখান থেকে প্রতারণার কাজ চালাচ্ছে তারা।’

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে রাজ্যে সাইবার প্রতারণা যে হুড়মুড়িয়ে বেড়েছে সেই নিয়ে কোনও মতবিরোধ রাখছেন খোদ এডিজি দক্ষিণবঙ্গও। সম্প্রতি, শ’য়ে শ’য়ে পড়ুয়ার ট্যাবের টাকা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ। গোটা বিষয়কে নিয়ন্ত্রণে আনতে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও।